বেনাপোলের পুটখালি সীমান্তে পাচারকারীসহ আটক ৭

    0
    214

    আমারসিলেট24ডটকম,১৮অক্টোবর,এম,ওসমানঃ অবৈধ পথে ভারতে যাওয়ার সময় শুক্রবার রাতে যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্ত থেকে শিশুসহ ৭ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় এক পাচারকারীকেও আটক করা হয়েছে।

    বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)’র খুলনা ২৩ ব্যাটালিযনের পুটখালি ক্যাম্প কমান্ডার সুবেদার সামছুর রহমান জানান, রাতে সীমান্তের পুটখালী ঘাট এলাকা থেকে ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ থানার বলয়কাঠি গ্রামের আব্দুল লতিফের ছেলে পারভেজ (১৮), আগৈলঝাড়া থানার বড় মাগড়া গ্রামের আকাশ অধিকারীর স্ত্রী ববিতা অধিকারী (১৯), ঢাকার রমনা থানার মিরোই টেক এলাকার বাবুলের ছেলে রবিন (১৮) ও ঝালকাঠি জেলার কৈখালী গ্রামের রাজুর স্ত্রী শিউলি (২২)।

    তিনি আরও জানান, একই সময় পৃথক এক অভিযানে ভারতে পাচারের সময় পুটখালী চরের মাঠ এলাকা থেকে উদ্ধার হয় কক্সবাজারের বিসিক এলাকার হারুন-অর রশিদের স্ত্রী ফরিদা বেগম (১৮) ও তার শিশুপুত্র রবিউল হাসানকে (১)। এ সময় ফরিদা বেগমকে পাচারের অভিযোগে আটক করা একই জেলার উড়িখা থানার ঠেংখালী গ্রামের আলী আহম্মদের ছেলে আব্দুর রশিদকে (৪৮)।

    বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, আব্দুর রশিদের বিরুদ্ধে পাচার মামলা ও বাকিদের বিরুদ্ধে অবৈধ পারাপারের আইনে মামলা হয়েছে।