বেনাপোলের কুখ্যাত সন্ত্রাসী হাফিজুর অস্ত্র-গুলিসহ আটক

    0
    356

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩০সেপ্টেম্বর:  অস্ত্র গুলি ও ম্যাগজিনসহ বেনাপোলের কাগজপুকুর এলাকার ত্রাস সন্ত্রাসী হাফিজুর (২৬) আটক হয়েছে। মঙ্গলবার দুপুর ১টা ৩০মিনিটের সময় কাগজপুকুর বাজারের মোস্তফার চায়ের দোকান থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে পোর্ট থানার দক্ষিণ কাগজ পুকুর গ্রামের আব্দুর রবের ছেলে।

    যশোর ডিবি পুলিশের এস আই মুরাদ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কাগজ পুকুর গ্রামের দূধর্ষ সন্ত্রাসী হাফিজুর অস্ত্র-গুলি ও ম্যাগজিন নিয়ে বাজারের মোস্তফার চায়ের দোকানে অন্যান্য সন্ত্রাসীদের সাথে আড্ডা দিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশী করে পিস্তলসহ ৩ রাউন্ড গুলি ও ১ ম্যাগজিন উদ্ধার করা হয়।

    এ সময় হাফিজুরের সাথে থাকা কুখ্যাত দুই সন্ত্রাসী পালিয়ে যায়। পুলিশ তাদের আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে বলে জানান তিনি।

    এসআই মুরাদ আরো জানান, সম্প্রতি বেনাপোল এলাকা থেকে ব্যবসায়ীর ১১ লাখ টাকা ছিনতাইয়ের অন্যতম আসামী এই হাফিজুর। এছাড়া বেনাপোল পোর্ট থানায় তার বিরুদ্ধে ফেন্সিডিলসহ একাধীক মামলা রয়েছে।

    এলাকাবাসী জানায়, হাফিজুর বেনাপোলে ক্যাডার হিসাবে দীর্ঘদিন যাবত এলাকায় ছিনতাই, চাঁদাবাজিসহ সন্ত্রাসীর রামরাজত্ব কায়েম করে চলেছে। সে সার্বক্ষনিক তার পৌষ্য সন্ত্রাসীদের নিয়ে বেনাপোলের পৌর এলাকায় মহড়া দিলেও এ যাবত পুলিশ তাদের টিকিটিও ছুতে পারেনি। বরং মাঝে মধ্যে বেনাপোল থানার কতিপয় পুলিশ সদস্যদের সাথে তাকে আড্ডা দিতে দেখা যায়। তবে, দীর্ঘদিন পরে হলেও যশোরের গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে বলে জানান এলাকাবাসি।