বৃন্দাবন কলেজের এইচএসসি পরিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা  

    0
    190

    এম এ কাদেরঃ মাধবপুর উপজেলার হরিতলা গ্রামের মোঃ সুজন মিয়া (২০) , পিতা: তৈয়ব আলী কে দুপুর দেড়টার দিকে বৃন্দাবন সরকারী কলেজের মানবিক শাখার এইচ এস সি পরিক্ষার্থী কোচিং শেষ করে আসার পথে ঢাকা সিলেট মহাসড়কের হরিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্নে হবিগঞ্জ- মাধবপুর পরিবহন টেকিয়ে জোর পূর্বক ভাবে তাকে নামিয়ে এলাকার কিছু লাঠিয়াল বাহিনি, মো¯তাক মিয়া (৩৫), এনাম মিয়া (২৫) , আঃ রুপ (৩০), পানাম (২২), আঃ খালেক (৪০), আঃ মতিন (২৮) , সর্ব পিতা নবির হুসেন , সুমন মিয়া (২৫) পিতা: মৃত সিরাজ আলী, রুবেল মিয়া (২৬), পিতা: মৃত নূর মিয়া, খলিল মিয়া (৩২) পিতা: মৃত মুক্তার হুসেন, আঃ হক (২৭) পিতা: অজ্ঞাত,সাহিন মিয়া (২৫) পিতাঃ আঃ জলিল ।

    এছারা নাম না জানা আরও অনেকেই পূর্বের শত্র“তার সুত্র দরে সুজনের ডান হাতের বৃদ্ধা ও কনিষ্টা বাদে বাকী তিন আঙ্গুল কেটে ফেলে এবং তার দু পা সহ সারা গায়ে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গঠনার খবর পেয়ে ছাতিয়াইন পুলিশ পাড়ির কর্তব্যরত এস আই আব্দুল আওয়াল ফোর্স নিয়ে গঠনাস্থল পরিদর্শন করে। পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যায়।

    এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। সুজনের বাবা জানায়, নাহিদ ফাইন টেক্্রটাইলস লিঃ এর সঙ্গে জমিন নিয়ে বিরোধ থাকায়  এলাকার কিছু লোক দিয়ে অর্থের বিনিময়ে আমার ছেলেকে প্রানে মারার জন্য চেষ্টা করে। নাহিদ টেক্্রটাইলের ম্যানেজার আলমগীর হুসাইনের কাছ থেকে এ বিষয়ে জানতে চাইলে – তিনি বলেন, এ বিষয়ে আমি বা আমার কোম্পানির কেউ অবগত নয়। এ ছাড়া আর কিছু বলতে রাজি হয়নি তিনি।