বৃত্তি পরীক্ষায় হবিগঞ্জ ক্যাডেট মাদ্রাসার ১ম স্থান অর্জন

    1
    713

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩মার্চঃ এসএম সোলায়মান খাঁন রাব্বানী হবিগঞ্জঃ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০১৪ইং সালের ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে একটি আধুনিক মানসম্মত সমন্বিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হবিগঞ্জ ক্যাডেট মাদ্রাসা উপজেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করেছে। মোট ৮ জন ছাত্র/ছাত্রী এ বছর পরীক্ষায় অংশ গ্রহণ করে গোল্ডেন অ+ সহ শতভাগ সাফল্যের গৌরব অর্জন করে। তাদের মধ্যে মোক্তাদির হাসান মাহদি ও ছাদিয়া আক্তার আখন্জী (ট্যালেন্টপুল), ইকরামুল হাসান শাহী, খন্দকার আমিনা খাতুন তৃষ্ণা ও সালমা আক্তার (সাধারণ গ্রেড) বৃত্তি লাভ করেছে। এ ছাড়া দেশের বৃহত্তর বেসরকারী মেধা বিকাশের প্রতিষ্ঠান “শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি সংসদ” আয়োজিত বৃত্তি পরীক্ষায় উক্ত মাদ্রাসা উপজেলায় ১ম অর্জন করে। মেধাবীদের মধ্যে ইমতিয়াজ হাসান সাহীল, মোহাম্মদ ইব্রাহীম, মোঃ শাফিউল আলম অনিক, মোঃ আশফিক করিম সজিব।

    মাদ্রাসার অব্যাহত এ সাফল্যেল জন্যে মহান আল্লাহ তায়ালার দরবারে লক্ষ কোটি শুকরিয়া ও মাদ্রাসার দক্ষ পরিচালনা কমিটি, সুযোগ্য শিক্ষক-শিক্ষিকা, সম্মানিত অভিভাবক, শুভাকাঙ্খীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা এসএম সোলায়মান খাঁন রাব্বানী।