বৃটেনে শাহজালাল মসজিদে পবিত্র মেরাজুন্নবী (দঃ) মাহফিল

    0
    231

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২০মে,জহির উদ্দিন আলিঃ বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের ঐতিহ্যবাহী শাহজালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারে যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে গত ১৮ই মে রাতব্যাপী পবিত্র মেরাজুন্নবী (দঃ) উপল্েয এক ওয়াজ মাহফিল মিলাদ ও সিন্নী বিতরনের আয়োজন করা হয়।
    শাহজালাল মসজিদের খতীব হাফিজ মাওলানা আলহাজ্ব বদরুল হকের সভাপতিত্বে এবং মসজিদ কমিটির জেনারেল সেক্রেটারী মকিস মনসুর আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মহতি ওয়জ মাহফিলে প্রধান অতিথি ছিলেন লন্ডনের ব্রিকলেন মসজিদের খতীব বিশিষ্ট ইসলামিক স্কলার শায়খুল হাদিস আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম। ওয়াজ মাহফিল ও সিন্নির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মসজিদ কমিটির চেয়াম্যান আলহাজ্ব শাহ আলী আকবর, ভাইস চেয়ারম্যান বকশী হারুনুর রশিদ, জেনারেল সেক্রেটারী মকিস মনসুর আহমদ, জয়েন্ট সেক্রেটারী জুবায়ের আহমদ চৌধুরী, ট্রেজারার হারুনুর রহমান, জয়েন্ট ট্রেজারার মো: দিলওয়ার চৌধুরী, শেখ মো: আনোয়ার, মতিউর রহমান, ময়না মিয়া, শাহ গোলাম কিবরিয়া ও সৈয়দ রিপনসহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ।
    প্রধান অতিথি শায়খুল হাদিস আলহাজ্ব নজরুল ইসলাম বলেন ৬২০ খ্রিষ্টাব্দে ২৬ রজব দিবাগত রাতে মহানবী (দঃ) আল্লাহর সান্নিধ্যে মেরাজ গমন করেন। এসময় আরসে আজিমে মহান আল্লাহ তায়ালার কাছ থেকে পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে পৃথিবীতে প্রত্যাবর্তন করেন। একই সময়ে আমাদের প্রিয় মহানবী (দঃ) সৃষ্টি জগতের সবকিছুর রহস্য অবলোকন করেন।