বৃটেনে মকিস মনসুরকে কমিউনিটি এওয়ার্ড:অভিনন্দন

    0
    249

    আমারসিলেট24ডটকম,২৬জানুয়ারী,এস রহমান মামুন: মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা, সিলেট বিভাগ আন্দোলনের অন্যতম সংগঠক, ডেইলি সিলেট ও সাপ্তাহিক মৌমাছি কণ্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি, দৈনিক মৌলভীবাজার ডট কমের সম্পাদক, বাংলাটিভির ওয়েলস প্রতিনিধি ও গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউকের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী, ওয়েলসের প্রাক্তন চেয়ারপার্সন, কার্ডিফ বাংলাস্কুলের সাবেক সভাপতি এবং কার্ডিফ শাহজালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টার এর জেনারেল সেক্রেটারী কমিউনিটি সংগঠক মকিস মনসুর আহমদ সমাজ সেবায় অবদানের জন্য অতি সম্প্রতি বার্মিংহামের কমিউনিটি সেন্টারে পাঁচশত লোকের উপস্থিতিতে জয়টেল কমিউনিটি এওয়ার্ড লাভ করায় বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।
    অতি সম্প্রতি সম্পন্ন অনুষ্ঠানিকভাবে বৃটেনে বাংলাদেশের সহকারী হাই কমিশনার মো: ফয়সল আহমদ, চিত্রনায়িকা রুজিনা, জিএসসি’র প্রাক্তন চেয়ারপার্সন মনসব আলী জেপি, জয়টেলের চেয়ারম্যান জয়নাল আবেদীন ও কমিউনিটি লিডার শাহ আবিদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ সমাজ সবায় অবদানের জন্য কমিউনিটি লিডার সাংবাদিক মকিস মনসুর আহমদের হাতে এই এওয়ার্ড তুলে দেন।
    সমাজসেবায় কমিউনিটি এওয়ার্ড লাভ করায় কমিউনিটির নিবেদিত প্রাণ সংগঠক মকিস মনসুর আহমদকে গ্রেটার সিলেট কাউন্সিলের পেট্রন কমিউনিটি লিডার ও সাংবাদিক আলহাজ্ব কে এম আবু তাহের চৌধুরী, সংগঠনের কেন্দ্রীয় চেয়ারপার্সন নূরুল ইসলাম মাহবুব ও জেনারেল সেক্রেটারী মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, সংগঠনের ওয়েলস রিজিওনাল চেয়ারপার্সন লিয়াকত আলি ও জেনারেল সেক্রেটারী আসকর আলি, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ওয়েলসের প্রেসিডেন্ট আব্দুল লতিফ কয়সর ও সেক্রেটারী জেনারেল আহমেদ আলী, আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের জেনারেল সেক্রেটারী শেখ মো: আনোয়ার, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, সাপ্তাহিক মৌমাছি কণ্ঠের সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ডেইলি সিলেট ডট কম এর সম্পাদক কে এ রহিম, প্রবাসের প্রহর সম্পাদক শফিকুর রহমান মামুন, জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের কেন্দ্রীয় ডেপুটি কনভেনার মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিকসহ অন্যান্য শাখার নেতৃবৃন্দ।

    যুক্তরাজ্য আওয়ামীলীগ, ওয়েলস আওয়ামীলীগ, যুক্তরাজ্য যুবলীগ, যুক্তরাজ্য ছাত্রলীগ, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ ও বন্ধন ইউকে নেতৃবৃন্দসহ মৌলভীবাজার জেলার অন্যান্য প্রবাসীরা এক যুক্ত অভিনন্দনবার্তায় মকিস মনসুর আহমদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে, অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনেও সমাজ সেবা ও কমিউনিটি কর্মকান্ডে তার এ বলিষ্ট ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।