বৃটেনের বার্মিংহামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    1
    490

    “বৃটেনের বার্মিংহামে মিডল্যান্ড জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের উদ্যোগে আনর্ত্মজাতিক মাতৃভাষা দিবস পালিত”

    আমারসিলেট24ডটকম,২৮ফেব্রুয়ারী,জয়নাল ইসলামঃ জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে মিডল্যান্ড শাখার উদ্যোগে ২৬ শে ফেব্রম্নয়ারি বামিংহামস্থ মিষ্টিদেশে দুপুর ২ টায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলড়্গ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
    জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাউড ১৯৭১ ইন ইউকে মিডল্যান্ডের কনভেনার সাবেক ছাত্রনেতা মো. সিতার আহমদের সভাপতিত্বে এবং সংগঠনের জেনারেল সেক্রেটারি প্রাক্তন যুবনেতা হিরন মিয়ার পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের কনভেনার ইউকে ওয়েলস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা মনসুর আহমদ মকিস।
    প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ আওয়ামীলীগ নেতা আজির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মিডল্যান্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা নূরল ইসলাম বেলাল, সহ-সভাপতি তুতিউর রহমান তুতা, মো. গাবরম্ন মিয়া, আকমল হোসেন খ্ব্বাঁন, মোসত্মফা কামাল বাবলু, গিয়াস উদ্দিন, মুক্তিযুদ্ধের সংগঠক মিসির আলি, কামাল আহমদ, সেবুল চেীধুরী, আলহাজ আসাদ মিয়া, জহির উদ্দিন আলি, ও আব্দুল কাদির আবুল।
    শুরম্নতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নোমান আহমদ। পরে ’৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরম্ন করে মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গনতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে নিরবতা পালনসহ দোয়া করা হয়। সমাবেশে অতিথি বৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন জয়নাল ইসলাম, এমদাদুর রহমান সুরেজ, শাহ বদরম্নজ্জামান বদর, রম্নহুল আমিন খান, সিরাজুল ইসলাম তসনু, নাজমুল খাঁন, কবির মিয়া, সৈয়দ লুৎফুর রহমান, আজাদ আবুল কালাম, সাইফুল ইসলাম, মিহির মহন, শাহেদ আহমদ, কবির আহমদ, রমিজ উদ্দিন, রাজু আহমদ, আব্দুল আহাদ, খালেদ আহমদ, হাবিবুর রহমান হাবীব, নোমান আহমদ, স্থানীয় আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে কার্ডিফ, মিডল্যান্ড ও বামিংহাম শাখার নেতৃবৃন্দ।
    প্রধান অতিথির বক্তব্যে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইউকের কনভেনার যুক্তরাজ্য আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য কমিউনিটি লিডার মনসুর আহমদ মকিস ’৫২-এর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৫২ এর পথ ধরে ৭১ এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি পেয়েছে লালবৃত্ত সবুজ পতাকা, মহান স্বাধীনতা। সর্বসত্মরে বাংলা ভাষা চালু করার আহ্বান জানিয়ে প্রধান অতিথি মনসুর আহমদ মকিস আজ বৃটেন থেকে বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্টার ক্যাম্পেইনে সবার সহযোগিতা কামনা করেন। প্রধান বক্তা প্রবীণ নেতা আলহাজ আজির উদ্দিন সকল যুদ্ধাপরাধীদের দ্রম্নত বিচার করার দাবী জানান।
    বিশেষ অতিথির বক্তব্যে মিডল্যান্ড আওয়ামী লীগ সেক্রেটারি নূরম্নল ইসলাম বেলাল যুদ্ধাপরাধীদের বিচারের ক্যাম্পেইন আন্দোলনে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের কর্মকান্ডের ভূয়শি প্রসংশা করেন।
    সভাপতির বক্তব্যে কনভেনার সিতাব আহমদ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ’৫২-এর ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।