বুড়িগঙ্গায় ডুবন্ত লঞ্চ থেকে ২৯ লাশ উদ্ধার,নিখোঁজ অনেকেই

    0
    233

    নিজস্ব প্রতিনিধিঃ  ঢাকায় শ্যামবাজার সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে আজ সোমবার সকালে যাত্রীবাহী একটি লঞ্চ ডুবে গেছে। এ ঘটনায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নারী ও শিশুসহ ২৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার সংবাদ মাধ্যমকে জানান, সোমবার সকালে আরেকটি লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ নারী ও ৩ শিশুসহ ২৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    তবে তাৎক্ষণিকভাবে সকল মৃতদের পরিচয় জানা যায়নি তবে অনুমান করা হচ্ছে মুন্সিগঞ্জ এলাকার লোকজন বেশী হবে। এ ছাড়া ঠিক কতজন এখনও নিখোঁজ রয়েছেন, সেটাও স্পষ্ট নয়।

    জানা গেছে, ডুবে যাওয়া লঞ্চটির নাম মর্নিং বার্ড। এটি একটি ছোট আকারের লঞ্চ। ময়ূর-২ নামে আরেকটি লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে এটি ডুবে যায়। লঞ্চটি পানির নিচে উপুড় হয়ে আছে

    ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ড ঢাকা-মুন্সীগঞ্জ রুটে চলাচল করতো। ডুবে যাওয়ার সময় লঞ্চটিতে ৫০ জনের মতো যাত্রী ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর থেকে ছেড়ে আসা ময়ূরী-২ লঞ্চটি লালকুঠী ঘাটে যাত্রী নামিয়ে সদরঘাটের চাঁদপুর ঘাটে গিয়ে নোঙ্গর করার জন্য পেছন দিকে ঘুরছিল। ওই সময় লঞ্চটির পেছনে থাকা মর্নিং বার্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে ডুবে যায় মর্নিং বার্ড লঞ্চটি। এ সময় ডুবে যাওয়া লঞ্চের যাত্রীদের কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও অনেকেই ভেতরে আটকা পড়েন।

    উল্লেখ্য,গত বছরে এই ধরনের দুর্ঘটনা এড়াতে সরকার কর্তৃক নির্দেশনা দেওয়া হয়েছিল প্রত্যেক লঞ্চের পিছনে সিসিটিভি লাগানোর জন্য কিন্তু এই অর্ডার কাগজে কলমেই সীমাবদ্ধ রয়ে গেছে বলে জানা গেছে।