বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মবার্ষিকী পালিত

    0
    232

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৬ফেব্রুয়ারী,সুজয় কুমার বকসীঃ নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৭৯তম জন্মবার্ষিকী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে নূর মোহাম্মদনগরে বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ফাইন্ডেশনৈর আয়োজনে র‌্যালী , পুস্পস্তবক অর্পন, গার্ড অব অনার প্রদান , আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে স্মৃতি স্তম্ভে পুস্প স্তবক অর্পন করেন জেলা প্রশাসক আব্দুল গাফ্ফার খান, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামসহ অনেকে। জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান প্রদান করা হয়। পরে ‘বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর’ কমপ্লেক্সে হলরুমে আলোচনা সভা ও দোয়া ম্হফিল অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আঃ গাফ্ফার খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীরশ্রেষ্ঠের স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা, জেলা পুলিশ সুপার সরদার রাকিবুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আনন্দ বিশ্বাস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট এসএ মতিন, সালমা রহমান কবিতাসহ অনেকে।

    ১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান রাইফেলসে যোগদান করেন। দিনাজপুর সীমান্তে দীর্ঘদিন দায়িত্ব পালন করে ১৯৭০ সালের ১০ জুলাই বদলি হন যশোর সেক্টরে। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুরে পাকবাহিনীর গুলিতে সহযোদ্ধা নান্নু মিয়া গুরুতর আহত হলেও সহযোদ্ধাকে কাঁধে নিয়েই এলএমজি হাতে শত্রুপক্ষের সাথে যুদ্ধ করেছেন। হঠাৎ করে পাকবাহিনীর মর্টারের আঘাতে নূর মোহাম্মদের হাঁটু ভেঙ্গে যায়। তবুও গুলি চালান এবং এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন। মাতৃভূমি শক্রমুক্ত করতে প্রাণপণ চেষ্টা এবং সাহসিকতার জন্য রাষ্ট্র তাকে বীরশেষ্ঠ্রের স্বীকৃতি প্রদান করে। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়।

    বর্তমানে তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা, ছেলে গোলাম মোস্তফা কামাল ও তিন মেয়ে আছেন। মহান এ বীরের সম্মানার্থে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ চত্বরে ৬২ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ‘বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর’ নির্মাণ করা হয়েছে। ২০০৮ সালের ১৮ মার্চ কর্নেল (অব) আবু ওসমান চৌধুরী গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন। এদিকে, ৫ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নূর মোহাম্মদের বাড়িতে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হলেও প্রয়োজনীয় অর্থের অভাবে এখনো কাজ শেষ হয়নি।

    নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন (বর্তমানে নূর মোহাম্মদনগর)। বাবা মোহাম্মদ আমানত শেখ ও মা জেন্নাতুন্নেছা। বাল্যকালেই তিনি বাবা-মাকে হারান।