বিহারে প্রিন্সিপালকে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা

    0
    170

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯জুনঃ ভারতের বিহারে দুই ছাত্রের লাশ উদ্ধার হওয়ার পর উত্তেজিত জনতা স্কুলের প্রিন্সিপালকে পিটিয়ে হত্যা করেছে। বিহারের নালন্দার জগদীশপুরের নীরপুর গ্রামের দেবেন্দ্র প্রতাপ সিংহ বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে।

    রোববার সকালে নীরপুর গ্রামের কাছে একটি জলাশয় থেকে রবি কুমার (১২) এবং সাগর কুমার (১০) নামে দুই ছাত্রের লাশ উদ্ধার হয়। গ্রামবাসীদের অভিযোগ, স্কুলের শিক্ষকরা ওই ছাত্রদের খুন করে জলাশয়ে ফেলে দিয়েছে। এ খবর ছড়িয়ে পড়া মাত্রই গ্রামবাসীরা ওই স্কুলে ব্যাপক ভাঙচুর চালিয়ে ক্লাশরুম এবং স্কুল ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

    গ্রামবাসীরা বেসরকারি স্কুলের প্রিন্সিপাল দেবেন্দ্র প্রসাদকে বাঁশের লাঠি দিয়ে ব্যাপক মারধর করে। একপর্যায়ে মাটিতে  মুখ থুবড়ে পড়লে তাকে লাথি মারতে থাকে ক্ষুব্ধ জনতা।

    গুরুতর আহত দেবেন্দ্র প্রসাদকে উদ্ধার করে পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করলে সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ওই কর্মকর্তা আহত অবস্থায় তাদের জানিয়েছেন, স্কুলের চার  ছাত্র শনিবার রাতে স্কুলের হোস্টেল থেকে পালিয়ে যায়। অন্যরা ফিরে এলেও রবি এবং সাগর ফিরে আসেনি। পরে জলাশয় থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

    আজ (সোমবার) গ্রামবাসীরা সংশ্লিষ্ট এলাকার সমস্ত সড়ক বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখায়। ক্ষুব্ধ জনতা সমস্ত  ঘটনার তদন্তের দাবি জানায়। এ নিয়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। রাজ্য পুলিশের মহানির্দেশক পি কে ঠাকুর জানান, এ ঘটনা ডিআইজি স্তরের কর্মকর্তা দিয়ে তদন্ত করা হবে।

    আজ নীরপুর গ্রামে অবস্থিত দেবেন্দ্র পাবলিক স্কুলের  প্রিন্সিপাল দেবেন্দ্র প্রসাদের লাশ পৌঁছলে এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে। তাকে হত্যার প্রতিবাদে এলাকার সমস্ত সড়ক এবং রেললাইন অবরুদ্ধ করে দেয় ক্ষুব্ধ মানুষজন। সড়কে  আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখালে যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। বিক্ষোভকারীরা দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার দাবি জানায়। সোমবার জেলা পুলিশ সুপার সিদ্ধার্থ কুমার জৈন বলেন, টিভি চ্যানেলের ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

    এদিকে, আজ মৃত ওই দু’ই ছাত্রের ময়না তদন্তের রিপোর্টে প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গেছে তাদের মৃত্যু  হয়েছে পানিতে ডুবে। ছাত্রদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাননি তদন্তকারীরা। এ নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।ইরনা