বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক নির্যাতনের বিচার দাবি

    0
    222

    আমারসিলেট24ডটকম,০৪মে,শাহ সুহেল আহমদসিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেছেন, নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে হলে সকল ভেদাবেদ ভুলে সাংবাদিকদের এক হতে হবে। এছাড়া আইনের প্রয়োগ হলে সাংবাদিক নির্যাতন অনেক অংশে কমে যাবে।

    বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তারা আরও বলেন, সাংবাদিক নির্যাতনের পর শুধু বক্তৃতা-বিবৃতি দিয়েই শেষ। কিন্তু এভাবে চলতে পারে না। সাংবাদিকদের উপর সকল নির্যাতনের সুষ্ঠু বিচার নিশ্চিত হওয়া করা এখন সময়ের দাবি।

    ফোরামের জেলা কমিটির সভাপতি ও দৈনিক সিলেটের ডাক এর সহ সম্পাদক সেলিম আউয়ালের সভাপতিত্বে এবং বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেট সুরমার চিফ রিপোর্টার শাহ সুহেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এজেডএম নুরুল হক, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি)’র আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অভারসিজ করেসপন্ডেন্ট এসোসিয়েশন, সিলেটের (ওকাস) এর সভাপতি খালেদ আহমদ, দৈনিক সিলেটের ডাক এর সাহিত্য সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি নুরুন নাহার বেবী, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আজমল খান, দৈনিক সংগ্রামের সিলেট ব্যুরো চিফ কবির আহমদ, দৈনিক জালালাবাদের সিনিয়র রিপোর্টার আহবাব মোস্তফা খান, দৈনিক সিলেটের ডাক এর স্টাফ রিপোর্টার নূর আহমদ, বাংলাদেশ বেতার সিলেটের প্রযোজক তর্ক কুমার ত্রিপুরা, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিশ্বনাথ প্রতিনিধি সাইফুল ইসলাম বেগ প্রমুখ।