বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে র‍্যালী ও আলোচনা সভা

    0
    273

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৭সেপ্টেম্বর,সাদিক আহমদ ইমনঃ আজ বুধবার সকালে বিশ্ব পর্যটন দিবস’২০১৭ ইং উপলক্ষে  মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসন,পর্যটন আবাসন সেবা সংস্থা,ট্যুর গাইড কমিউনিটির যৌথ  উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

    এতে প্রথম পর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম ও সাবেক চিফ হুইপ,বর্তমান সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ আব্দুস শহীদ এর উপস্থিতিতে শহরে একটি পর্যটন র‍্যালী সম্পন্ন হয়েছে।

    র‍্যালী শেষে দুপুর থেকে স্থানিয় মহসিন অডিটোরিয়ামে আলোচনা সভা শুরু হয়। এ সংবাদ লেখা পর্যন্ত আলোচনা সভা চলছিলো।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলের টি হ্যাভেনের পরিচালক আবু সিদ্দিক মুসা।বিশেষ অতিথি হিসেবে ছিলেন,শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী,পর্যটন আবাসন সেবা সংস্থার সম্পাদক মো:মঞ্জুরুল করিম মিলু,বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপআ’র মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক আ স ম সালেহ সোহেল,বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মৌলভীবাজার জেলা শাখার সম্পাদক মন্ডলীর সদস্য,সৈয়দ আমিনুজ্জামান,পর্যটন ট্যুরিস্ট পুলিশের এসআই স্বরূপ কুমার দেব,শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি ইয়াহইয়া খান,শশুর বাড়ি রেস্তোরার স্বত্বাধিকারী খায়রুল আলম বাশার,ট্যুর গাইড সমিতির সভাপতি মো: খালেদ আহমদ,পরিবহণ শ্রমিক মালিক ইউনিয়নের সভাপতি মো:ময়না মিয়া প্রমুখ।
    বক্তাগণ শ্রীমঙ্গলের পর্যটন শিল্পকে কিভাবে আরও উন্নত করা যায়,শ্রীমঙ্গলকে কিভাবে পর্যটকদের নিকট আরও জনপ্রিয় করা যায়,শ্রীমঙ্গলের পর্যটন শিল্পের বিভিন্ন সুবিধা ও সমস্যার কথা তুলে ধরেন।