বিশ্বে ২০৩০ সাল নাগাদ মধ্যবিত্ত শ্রেণীর সংখ্যা ৫০০ কোটিতে দাঁড়াবে

    0
    383

    ঢাকা, ০৪ মে : আগামী ২০৩০ সাল নাগাদ বিশ্বে মধ্যবিত্ত শ্রেণীর জনসংখ্যার পরিমাণ ৫০০ কোটি দাঁড়াবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এদিকে মধ্যবিত্ত জনগোষ্ঠীর এ বিশাল সংখ্যাকে একুশ শতকের অন্যতম বড়ো চ্যালেঞ্জ হিসেবে গণ্য করছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ সরকারের সাবেক প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা ডেভিড কিং বলেন, বর্তমানে বিশ্বে মধ্যবিত্ত শ্রেণীর জনসংখ্যা ২০০ কোটি। আগামী ২০৩০ সাল নাগাদ এ সংখ্যা ৫০০ কোটিতে দাঁড়াবে। এর অধিকাংশই বাড়বে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে।
    ডেভিড কিং বলেন, মধ্যবিত্ত শ্রেণীর সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি বাড়বে চাহিদা। যা খাদ্য সংকট তৈরি করবে এবং একই সঙ্গে জ্বালানি নিরাপত্তাকে প্রভাবিত করবে। মধ্যবিত্ত জনগোষ্ঠীর এ বিপুল সংখ্যা একুশ শতকের জন্য বড়ো ধরণের চ্যালেঞ্জ তৈরি করবে।
    কলকাতায় বেঙ্গল চেম্বার অব কমার্স আয়োজিত এক সম্মেলনে ডেভিড কিং বলেন, আসন্ন এ সমস্যা সমাধানের জন্য কারিগরি ও বৈজ্ঞানিক কৌশল গ্রহণ প্রয়োজন। কিং বলেন, আসন্ন খাদ্য সংকট মোকাবেলায় ভারত বড়ো ধরণের ভূমিকা রাখতে পারে।