“কবি সম্মেলন-২০১৫”:কবিদের সম্মাননা প্রদান

    0
    260

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৭মেঃ বাংলাদেশ কবি পরিষদ (বাকপ) এর আয়োজনে বিশ্বসাহিত্য কেন্দ্রে “কবি সম্মেলন-২০১৫” এবং কবিদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার বিকালে বাংলাদেশ কবি পরিষদের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি ওয়াসিম রহমান সানী‘র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আল মুজাহিদী, বিশেষ অতিথি হিসাবে ছিলেন কবি সুবর্ন কাজী, সাপ্তাহিক বিষেরবাঁশী সম্পাদক ও প্রকাশক সুভাষ সাহা, কবি সরকার মাহবুব, কবি ড. সৈয়দ রনো ও মোহাম্মদ শাহজাহান আলম সাজু ,আবৃত্তিকার বদরুল আহসান খান প্রমুখ।

    কবি এবিএম সোহেল রশিদ, কবি কাজী আনিসুল হক ও মানিক মোহাম্মদ ওমরের সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি মালেক জোমাদ্দার। এছাড়া মূল প্রবন্ধ পাঠ করেন কবি তাপস বিশ্বাস এবং প্রধান আলোচক ছিলেন কবি মোস্তাকিম বিল্লাহ।

    বাংলাদেশ পরিষদ থেকে সম্মাননা স্মারক যাদের প্রদান করা হয় তারা হলেন, একুশে পদক প্রাপ্ত কবি আল মুজাহিদী, কবি ওয়াসিম রহমান সানি , কবি এম মোস্তাকিম বিল্লাহ, কবি মালেক জোমাদ্দার, কবি তাপস বিশ্বাস, কবি টিপু রহমান, কবি মোহর খান, কবি মোহাম্মদ ইব্রাহীম মুন্সি, কবি ইমাম হোসাইন পিংকু, কবি মিশকাত উজ্জ্বল, কবি অজুফা আক্তার, কবি মোঃ ছাদেক আহাম্মদ, কবি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু, কবি সুমন নাহার সুমি, কবি বানী ডায়াজ, কবি আমির হোসেন, কবি ওবায়দুলহক, কবি জামানখান, কবি সাইফুল ইসলাম কবি, এনামুলহক, কবি তৌহিদী হাবিব আলমামুন, কবি নীল সাধু, কবি এবিএম সোহেল রশিদ, কবি কাজী আনিসুল হক, কবি বাপ্পি সাহা, কবি এমএস ইসলাম আরজু, কবি মোহাম্মদ আল মনির মানিক মোহাম্মদ ওমর, কবি মঞ্জুরুল ইসলাম, কবি এমএম হাসান, কবি মিজানুর রহমান ও কবি ফখরুল হাসান শাওন প্রমুখ।

    সভাপতি ওয়াসিম রহমান সানীর পক্ষ থেকে বাকপের বিশেষ সম্মাননা প্রধান করা হয় গুনী তিন জন ব্যক্তিকে তারা হলেন, বাংলারকন্ঠ সিঙ্গাপুর এর সম্পাদক একেএম মোহসিন, মোঃ শাজাহান আলম সাজু, বইনিউজ টুয়েন্টিফোর সম্পাদক এবং প্রকাশক রবীন আহসান।

    সাড়াদেশের বিভিন্ন জেলা থেকে আগত উপস্থিত কবিদের স্বরচিত কবিতায় উৎসব হয়ে ওঠে আরো প্রানবন্ত ।

    এখানে উলেখ্য, যে বাংলাদেশ কবি পরিষদের ৩৪টি জেলা শাখার প্রোগ্রামে উপস্থিত ১০০ কবি বন্ধুদের কবি সম্মাননা পত্র দেয়া হয় এবং বাংলাদেশ কবি পরিষদ ঢাকা জেলা কমিটি ঘোষনা করা হয়।