বিশ্বনাথ লামাকাজী ইউনিয়ন পরিষদের  উন্মুক্ত বাজেট ঘোষণা

    0
    248

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০২জুনঃ১নং লামাকাজী ইউনিয়ন পরিষদের ২০১৫-২০১৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত এই বাজেটে আয় ১ কোটি ২২ লক্ষ ৪৫ হাজার ৮শত ১৪ টাকা এবং ব্যয় ১ কোটি ২১ লক্ষ ২৮ হাজার ৭শত একাত্তর টাকা দেখানো হয়েছে। গতকাল বেলা ১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই বাজেট পেশ করেন ১নং লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন (ধলা মিয়া)।

    ইউনিয়ন পরিষদের সচিব বিষ্ণু পদ চৌধুরীর পরিচালনায় বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক। বিশেষ অতিথি ১নং লামাকাজী ইউনিয়ন জাতীয় পাটির সাধারণ সম্পাদক এ.কে.এম দুলাল। স্বাগত বক্তব্য রাখেন অত্র পরিষদের সদস্য এনামুল হক এনাম। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন পরিষদের সদস্য উবায়দুর রহমান শামীম। এসময় উপস্থিত ছিলেন ইউ/পি সদস্য রঞ্জিত চন্দ্র ধর, আব্দুর নুর, রফিক আহমদ, মোক্তার আলী, হেলাল উদ্দিন, এখলাছ আলী, হাজী ছাবিদ আলী, সদস্যা মোছাঃ জেসমিন বেগম, মোছাঃ দিলারা বেগম, মোছাঃ সুফিয়া খাতুন প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্যে বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক বলেন, পরিকল্পিত উন্নয়ন, সমৃদ্ধি বয়ে আনে। বর্তমান সরকারের সময়ে ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাটে বাধ্যতামূলক করা হয়েছে। এত ইউনিয়নের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টি উঠে আসে। একটি ইউনিয়নের তার নিজস্ব পরিমন্ডলে এক বছরের জন্য বাজেট পেশ করে কিন্তু বছর শেষে উন্নয়নের মাত্রা তিনগুণ বৃদ্ধি পায়। যার কারণ হলো-বিভিন্ন খাতে বিশেষ বরাদ্দগুলো জোরালো ভূমিকা পালন করে। তাই বাজেট বিষয়টি সবার জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ।