বিশ্বনাথে জাতীয় পার্টির ধাওয়া-পাল্টা ধাওয়াঃআহত-১৫

    0
    214

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,এপ্রিলঃ  সিলেটের বিশ্বনাথে জাতীয় পার্টির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ব্যবসায়ীসহ ১৫ জন আহত হয়েছেন। উপজেলা সদরের বাসিয়া সেতুর ওপরে শুক্রবার বিকেল সাড়ে ৩টায় জাপা নেতা সিতাব আলী ও এসএম আরশ আলী বাবলু পক্ষের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।

    আহতরা হলেন- জাপা নেতা সিতাব আলী, সুহেল আহমদ, আবদুল হান্নান, মঞ্জুর আহমদ, শামিম, সোহাগ আহমদ, জালাল, ব্যবসায়ী মনোফর আলী, আজাদ আলী, নাঈম মিয়া, জুয়েল আহমদ, আবদুল কালাম। তাৎক্ষণিক ভাবে অন্য আহতদের নাম জানা যায়নি।

    প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা জাতীয় পার্টি নেতা আরশ আলী বাবলুর পক্ষের নেতাকর্মীরা নব-গঠিত সিলেট জেলা জাপার কমিটিকে স্বাগত জানিয়ে বিকেল সাড়ে ৩টায় মিছিল বের করে। অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে বাসিয়াসেতুর কাছে আসা মাত্রই সিতাব আলীর পক্ষের লোকজন ইটপাটকেল ছুড়তে থাকে। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়।

    এতে ব্যবসায়ীসহ ১৫ জন আহত হন। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল হোসেন বলেন-ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।