বিশ্বকাপে ব্রাজিলের প্রথম আত্মঘাতী গোলদাতা মার্সেলহো

    0
    212

    আমারসিলেট24ডটকম,১৩জুনঃ গোল করতে চেয়েছিলেন ৷ খুব দ্রুত গোল করেও ফেললেন কিন্তু তা ছিল আত্মঘাতী গোল ৷ তারপর অনুশোচনা আর যায়না মার্সেলহোর ৷ ভাগ্যিস তার দলে একজন নেইমার ছিলেন ৷ নাহলে, আরও একটাএসকোবার কি হয়ে যেত ? হতেই পারত ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেআত্মঘাতী গোল করায় এসকোবারকে আকালে চলে যেতে হয়েছিল ৷ দুষ্কৃতীরাকলম্বিয়ান এই ফুটবলারকে গুলি করে মেরে ফেলেছিল ৷ অথচ নিজের দোষেকলম্বিয়াকে হারানোর পরও রেনে হিগুয়েতা কিন্তু দিব্যি ঘুরে ফিরে বহালতবিয়তে রয়েছেন ৷ তাই মার্সেলহোর আত্মঘাতী গোলের পর ব্রাজিল যদি হেরে যেত, তাহলে গোটা দেশ রিয়াল মাদ্রিদের এই সাইড ব্যাককে দুয়ো দিত ৷ স্কোলারিকেওপরের ম্যাচেই লাইন আপে পরিবর্তন আতে হত ৷ যাক সে সব করতে হয়নি বিগ ফিলকে ৷ঘটনা হলো, বিশ্বকাপে ব্রাজিলের প্রথম আত্মঘাতী গোলদাতা হিসেবে আজীবন লেখাহয়ে থাকবে মার্সেলহোর নাম ৷

    দেশের মাটিতে এবারের বিশ্বকাপের শুরুটা দুঃস্বপ্নের মতোই হয়েছিল ব্রাজিলের।ক্রোয়েশিয়ার বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচের মাত্র ১১ মিনিটের মাথায় গোল হজমকরতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নকে ৷বল ক্লিয়ার করতে না পেরে নিজেদেরজালেই বল জড়িয়ে দেন মার্সেলহো। ব্রাজিলের গোলরক্ষক জুলিও সিজারকে দেখাগিয়েছিল মার্সেলহোকে সান্ত্বনা দিতে। ১৮ মিনিট পরে তাকে স্বস্তি এনে দেননেইমার। মার্সেলহো ভুলের কথা ভেবে মুষড়ে পড়েননি। ম্যাচ শেষে একথাইজানিয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ৷ তিনি বলেন, ‘আমার মনে হয়েছিল, আত্মঘাতীগোল নিয়ে বেশি ভাবলে দলেরই ক্ষতি হবে। সমর্থকরাও আমাকে সাহায্য করেছেন।সতীর্থরাও আমার পাশে ছিল। এ কারণেই আত্মঘাতী গোলের কথা ভুলে গিয়ে আবারখেলায় ফিরতে পেরেছি।’

    শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় দিয়ে হেক্সার লক্ষ্যে নেমে পড়ল ব্রাজিল ৷মার্সেলহোও মুক্তি পেয়েছেন গ্লানি থেকে।  ব্রাজিল সমর্থকদের বিদ্রূপ আরসমালোচনা থেকে অবশ্য রেহাই মেলেনি মার্সেলহোর। ফেসবুকে তার হাসিমুখের ছবিদিয়ে ক্যাপশন লেখা হয়েছে, ‘বিশ্বকাপের প্রথম গোল করেছি আমি।’ এই সত্য অবশ্যঅস্বীকার করতে পারেন না মার্সেলহো ৷সুত্রঃ ইন্টারনেট।