বিশ্বকাপের ইতিমধ্যে ২১টি দলের টিকেট প্রাপ্তি

    0
    215

    আমার সিলেট  24 ডটকম,অক্টোবরফুটবল প্রেমিকদের প্রত্যাশা পূরণের সময় ঘনিয়ে আসছে ফুটবল প্রেমিকদের দৃষ্টি এখন বিশ্বকাপ ২০১৪ সালের  দিকে। শুরু হয়ে গেছে ভক্তদের কাউন্টডাউন। আসছে সালের বিশ্বকাপে জায়গা করে নিতে চলছে বাছাইপর্বের খেলা গুলো।

    সর্বমোট ৩২ টি দল অশংগ্রহণ করবে বিশ্বকাপে। ইতিমধ্যে ২১ টি দলের টিকেট মিলে গেছে ব্রাজিল বিশ্বকাপে অংশগ্রহণের। ফুটবল খেলার দেশ  দেশগুলো হলো -স্পেন, ব্রাজিল, ইতালি, ইংল্যান্ড, জার্মানি, ইরান,দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া,  ইকুয়েডর, আর্জেন্টিনা, হল্যান্ড, বসনিয়া-হার্জেগোভিনা,  সুইজারল্যান্ড, রাশিয়া, কলম্বিয়া, চিলি, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, হন্ডুরাস ও কোস্টারিকা।