বিমান রহস্যে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ জড়িত!

    0
    241

    আমারসিলেট24ডটকম,২৬মার্চঃ মালয়েশিয়ান নিখোঁজ বিমান রহস্যে নয়া মোড়৷ এই ঘটনায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ জড়িত৷ এমন একটি  চাঞ্চল্যকর অভিযোগ আমেরিকান পত্রিকা ভেটেরানস টুডে-র সিনিয়র এডিটর গর্ডন ডাফের৷ ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই দাবি করেছেন বর্ষীয়ান এই মার্কিন সাংবাদিক৷

    প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে খবরটি প্রকাশিত হয়৷ যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জল্পনা৷এছাড়া, বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছিল একথা মানতেও নারাজ তিনি৷২৩৯ জন আরোহীসহ এমএইচ ৩৭০ বিমানটি  ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে বলে মালয়েশিয়া সরকার যে বিবৃতি দিয়েছে তাও যথার্থ নয় বলে মনে করছেন গর্ডন৷

    তিনি আরো বলেন,  “জরুরি অবস্থায় বিমানটির নিয়ন্ত্রণ সিআইএ গ্রহণ করতে পারার মতো ব্যবস্থা রাখা হয়েছিল৷” যদিও হোয়াইট হাউসের পক্ষ থেকে এই দাবি উড়িয়ে দেয়া হয়েছে৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এই রিপোর্টকে ভিত্তিহীন আখ্যা দিয়েছেন৷

    গত ৮ মার্চ শনিবার স্থানীয় সময় ভোর ২টা ৪০মিনিট নাগাদ কুয়ালালামপুর ছেড়ে যাওয়ার দু’ঘণ্টার মধ্যে বিমানটি মাঝ আকাশ থেকে উধাও হয়ে যায়। পাঁচ ভারতীয় সহ মোট ২৩৯ জন যাত্রী ছিলেন বিমানটিতে৷অন্যদিকে, বিমানটিতে ১৫০ জন চিনা নাগরিক থাকায় এসংক্রান্ত যাবতীয় রিপোর্ট দাবি করেছে চীন ৷

     গত শনিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক মৃতদের পরিবারের উদ্দেশ্যে ক্ষতিপূরণ ঘোষণা করেন৷  গতকাল মঙ্গলবার পরিবারপিছু পাঁচ হাজার ডলার ক্ষতিপূরণ ঘোষণা করে মালয়েশিয়া এয়ারলাইন্স৷ সূত্রঃইন্টারনেট