বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নড়াইলে পহেলা বৈশাখ পালিত হচ্ছে

    0
    223

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৪এপ্রিল,সুজয় কুমার বকসীঃ বর্নাঢ্য শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পহেলা বৈশাখ-১৪২২কে বরণ করে নিল নড়াইলবাসী। মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় বর্ষবরন উদযাপন পর্ষদের আয়োজনে সুলতান মঞ্চে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বর্ষবরণ ও ৪ দিনব্যাপী মেলার শুভ সূচনা করেন জেলা প্রশাসক আব্দুল গাফফার খান ।

    পরে একটি বর্নাঢ্য শোভাযাত্রা সুলতান মঞ্চ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এর আগে ভোরে সুলতান মঞ্চ ও শিল্পকলা একাডেমি চত্বরে প্রভাতি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। এসব কর্মসূচিতে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আনন্দ কুমার বিশ্বাস, সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, বর্ষবরন উদযাপন পর্ষদের আহবায়ক প্রফেসর মুন্সী হাফিজুর রহমান, বর্ষবরন উদযাপন পর্ষদের সদস্য সচিব মলয় কুন্ডু, মুক্তি যোদ্ধা সাইফুজ্জামান হিলুসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

    ৪ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে, কবিতা, হাতের লেখা ও লোক সংগীত, চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, হা-ডু-ডু খেলা, লাঠিখেলা, ভলিবল খেলা, আলোচনাসভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান। এছ্ড়াা জেলা প্রশাসন ও নড়াইল বাসীর আয়োজনে চৈত্র সংক্রান্তি ও নর্ববরণ উপলক্ষে ২ দিন ব্যাপী ( ১৩-১৪ এপ্রিল) জেলা শিল্পকলা একাডেমি চত্বরেও অনুরুপ কর্মসূচী পালিত হচ্ছে।