বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনঃউপাধ্যক্ষ আব্দুস শহীদ

    0
    214

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩ফেব্রুয়ারী,শাব্বির এলাহীঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে জামে মসজিদ ও লংগুরপার শ্রীশ্রী কালাচাঁদ দেবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি। তিনি সোমবার দুপুর ১২টায় ভানুগাছ রেলওয়ে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

    এ উপলক্ষে আয়োজিত সমাবেশে ভানুগাছ রেলওয়ে ষ্টেশন মাষ্টার রুস্তুম আলী ফকিরের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. সানোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, অধ্যাপক হারুণ অর রশীদ ভূঁইয়া, কমলগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মো. আনোয়ার হোসেন, কমলগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি মিফতাউল ইসলাম উপরু, ভানুগাছ পৌর বণিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মখলিছুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আশরাফুল ইসলাম বদরুল, রেলওয়ে জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জহির উদ্দিন, ঠিকাদার মো. আনোয়ার হোসেন প্রমুখ।
    পরে দুপুর ১.৩০টায় লংগুরপার শ্রীশ্রী কালাচাঁদ দেবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। দেবালয়ের সভাপতি অরুন পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিতাংশু রঞ্জন পাল (রতন) এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি।

    বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি শংকর লাল সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মধু সূদন পাল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আছলম ইকবাল মিলন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, অধ্যাপক হারুন অর রশীদ ভূঁইয়া, মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আসিদ আলী, উপজেলা যুবলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোশাহীদ আলী, যুগ্ম সম্পাদক মো. জুয়েল আহমদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. সানোয়ার হোসেন।

    অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, লংগুরপার কালাচাঁদ দেবালয়ের উপদেষ্টা অবনী মোহন পাল, বিষ্ণু দত্ত প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি-কে লংগুরপার শ্রীশ্রী কালাচাঁদ দেবালয়ের পক্ষ থেকে ক্রেষ্ট ও ১নং লংগুরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে একটি মানপত্র প্রদান করা হয়।