বিনা বিচারে ২২ বছর কারাগারে !

    0
    248

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৬অক্টোবরঃ বিনা বিচারে ২২ বছর কারাগারে আটক এক ব্যক্তিকে আদালত  জামিনে মুক্তি দিয়েছে।১৯৯৩ সালের জুলাই মাসে সিলেটের আদালত প্রাঙ্গন থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে ফজলু মিয়াকে পুলিশ আটক করে।পরে তাকে মানসিক ভারসাম্যহীন দাবি করে  জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়।আইনি লড়াইয়ের পর ২০০৩ সালে আদালত তাকে মুক্তির আদেশ দিলেও মুক্তি মেলেনি ফজলু মিয়ার।একটি মানবাধিকার সংস্থার সহায়তায় অবশেষে তিনি   সিলেটের জেল থেকে ছাড়া পেয়েছেন।

    উল্লেখ্য- বৃহস্পতিবার দুপুরে  মুক্ত হলে কারা ফটকে ফুলের সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া ও ফজলু মিয়ার সহপাঠী ও জামিনদার কামাল উদ্দিন রাসেল। বুধবার ওই সহপাঠির জিম্মায় জামিন আদেশ পান তিনি।