বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে গাভীর মৃত্যুঃবেঁচে গেলেন মালিক  

    0
    204

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৬এপ্রিল,রেজওয়ান করিম সাব্বিরঃ সিলেটের জৈন্তাপুর বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়ে ১টি গাভী মারা যায় অল্পের জন্য বেঁচে গেলে গাভীর মালিক। এলাকাবাসীর দাবী বিদ্যুৎ বিতরন বিভাগের অবৈধ সংযোগই দূর্ঘটনার কারন। অফিস বলছে এ বিষয়ে কিছু জানা নেই।

    সোমবার প্রতিদিনের ন্যায় সকাল সাড়ে ৮টায় জৈন্তাপুর উপজেলা লামনীগ্রামের সুরুজ আলী গৃহপালিত পুশু ২টি গাভী নিয়ে মাঠে চরাতে বের হন। প্রতিমধ্যে সিলেট তামাবিল মহসড়কের নির্মাণাধীন পিডিবির বিদ্যুৎ উপকেন্দ্রের সম্মুখে গেলে রাস্তার পড়ে তাকা বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয় ১টি গাভী। কোন কিছু বুঝার আগেই বিদ্যুতে জড়িয়ে মারা যায় প্রায় ২০হাজার টাকা মূল্যের একটি গাভি।sb 2

    এসময় গাভীকে ছাড়াতে গিয়ে গাভীর মালিকও বিদ্যুতে জড়িয়ে গেলে এলাকাবাসী তাকে উদ্ধার করে। গাভীর মালিক এলাকার বিশিষ্ট জন, ব্যবসায়ী সহ শ্রমিকরা জানায়- জৈন্তাপুর বিদ্যুৎ সরবরাহ অফিসের আবাসিক প্রকৌশলী মাসুদ উদ্দিন খাঁন অবৈধ টাকার বিনিময়ে উপজেলার বিভিন্ন স্থানে নীতিমালা না মেনেই মাকড়সার জ্বালের মতই ৫শত হতে ৭শত এমনটি হাজার গজ দূরে মিটার বিহীন বিদ্যুৎতের অবৈধ সংযোগ দিয়ে সরবরাহ পরিচালনা করে আসছেন।

    এতে নানা ভোগান্তির স্বীকার হতে হচ্ছে উপজেলা বিদ্যুৎ ব্যবহারকারীরা। এদিকে সিষ্টেম লস দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন আবাসিক প্রকৌশলী সিবিএ নেতা মাসুদ উদ্দিন খাঁন। বিদ্যুতের জড়িয়ে গাভী মারা যাওয়ার কারনে গাভীর মালিক লামনীগ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে আজমল হোসেন(৩০) জানান- আমি বিদ্যুৎ অফিসে গিয়ে আবাসিক প্রকৌসলী মাসুদ উদ্দিন কে না পেয়ে কর্তব্যরত অফিসারদের জানালে তারা বিষয়টি গুরুত্ব না দিয়ে গাভীর মালিককে নিয়ে নাজেহাল করেন। ঘটনার পর হতে অবৈধ সংযোগকারী ভিত্রিখেল ববরবন্দ গ্রামের আব্দুল মালিকের ছেলে মুমিন দোকান বন্ধ রেখে ছিঠকে পড়ে।

    এবিষয়ে আবাসিক প্রকৌশলী মাসুদ উদ্দিন খাঁন (০১৭৫৫-৫৮২৩৪৮)বলেন- তিন দিন হতে বিভিন্ন স্থানে লাইনের বিপর্যয় ঘটেছে। সংযোগ চালু নিয়ে মাথায় কাজ করছে না। সংযোগ বৈধ বা অবৈধ এবং গরু মরল কি-না তা দেখার সময় নেই। আর এ বিষয়ে মোবাইল ফোন আলাপ করার কিছুই নেই।