বিদ্যুত ও গ্যাসের মূল্য বৃদ্ধিতে ওয়ার্কার্স পার্টির প্রতিবাদ

    0
    246

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৭আগস্ট: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো আজ এক বিবৃতিতে বিদ্যুত ও গ্যাসের মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। আন্তর্জাতিক বাজারে যখন জ্বালানি তেলের মূল্য হ্রাস পাওয়ায় দেশেও জ্বালানি তেলের মূল্য কমবে বলে আশা করেছিল তখন তার উল্টো ঘটনাটি ঘটলো। এই মূল্য বৃদ্ধির প্রশ্নে বাংলাদেশ এনার্জী রেগুলেটরি কমিশন যে গণশুনানী করে তাতে তারা এই মূল্য বৃদ্ধি প্রস্তাবের কোন যৌক্তিকতা প্রতিষ্ঠিত করতে পারে নাই। ওয়ার্কার্স পার্টি সেই গণশুনানীতে অংশগ্রহণ করে গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি না করার যে সকল যুক্তি তুলে ধরেছিল আন্তর্জাতিক পরিম-লের ঘটনাবলীতে তা সত্য বলে প্রমাণিত হয়েছে।

    ওয়ার্কার্স পার্টি তখনও বলেছে এখনও বলছে জ্বালানি খাতে অদক্ষতা, দুর্নীতি ও জনস্বার্থ সম্পর্কে সংবেদনশীলহীনতার কারণে এই অযৌক্তিক মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    ওয়ার্কার্স পার্টি সরকারকে অবিলম্বে এই মূল্য বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানাচ্ছে। একই সঙ্গে জ্বালানি তেলের মূল্য আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি বিধান করে জ্বালানি তেলের মূল্য পুনঃনির্ধারণের দাবি জানিয়েছে।