বিদ্যুতের মূল্যবৃদ্ধি সরকারের ‘গণবিরোধী’ ‘ভুল’ সিদ্ধান্তঃছাত্র মৈত্রী

    0
    216

    আমারসিলেট24ডটকম,১৪মার্চঃ বিদ্যুতের মূল্য বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র মৈত্রী। সংগঠনের সভাপতি বাপ্পাদিত্য বসু ও সাধারণ সম্পাদক তানভীর রুসমত আজ এক বিবৃতিতে সরকারের এই  সিদ্ধান্তকে ‘গণবিরোধী’ ও ‘ভুল’ আখ্যা দিয়ে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন।

    বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এই সরকারের আমলে বিদ্যুতের উৎপাদন বাড়লেও রেন্টাল ও কুইক রেন্টাল পদ্ধতির স্বল্পমেয়াদী অথচ উচ্চ ব্যয়সম্পন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রকারান্তরে সরকার ভুল নীতিতেই এগিয়েছে। এতে করে একদিকে যেমন বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধানের দিকে অগ্রসর হওয়া যায় নি, অপরদিকে লুটপাটকারী ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ ভর্তুকি দিতে হয়েছে। এ কারণেই বিদ্যুতের উৎপাদন খরচ বিপুল পরিমাণ বেড়ে গেছে। সরকারের এই ভুলনীতির খেসারত জনগণ দেবে না।

    বিবৃতিতে তারা আরো বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি সংক্রান্ত সরকারি প্রস্তাবনার উপর যে গণশুনানী আয়োজন করা হয়েছিল, সেখানে কোনো পক্ষই মূল্য বৃদ্ধির পক্ষে মত দেয় নি। কিন্তু শুনানী জনমতকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে একতরফাভাবে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করা হলো।

    বিবৃতিতে তারা অবিলম্বে সরকারকে এই ভুল ও গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে এসে বর্ধিত মূল্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, এই সিদ্ধান্ত কার্যকর করা হলে দেশি-বিদেশি বিনিয়োগ এবং শিল্প ও কৃষিখাতসহ জনজীবন বিপর্যস্ত হবে এবং বেকারত্বের সংখ্যাও বেড়ে যাবে।

    অপরদিকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে যুব মৈত্রী।বিদ্যুতের মূল্য বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা। সংগঠনের সভাপতি মোস্তফা আলমগীর রতন ও সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান কলিন্স আজ এক বিবৃতিতে সরকারের এই সিদ্ধান্তকে ‘গণবিরোধী’ ও ‘ভুল’ আখ্যা দিয়ে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন।

    বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এই সরকারের আমলে বিদ্যুতের উৎপাদন বাড়লেও রেন্টাল ও কুইক রেন্টাল পদ্ধতির স্বল্পমেয়াদী অথচ উচ্চ ব্যয়সম্পন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রকারান্তরে সরকার ভুল নীতিতেই এগিয়েছে। এতে করে একদিকে যেমন বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধানের দিকে অগ্রসর হওয়া যায় নি, অপরদিকে লুটপাটকারী ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ ভর্তুকি দিতে হয়েছে। এ কারণেই বিদ্যুতের উৎপাদন খরচ বিপুল পরিমাণ বেড়ে গেছে। সরকারের এই ভুলনীতির খেসারত জনগণ দেবে না।

    বিবৃতিতে তারা আরো বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি সংক্রান্ত সরকারি প্রস্তাবনার উপর যে গণশুনানী আয়োজন করা হয়েছিল, সেখানে কোনো পক্ষই মূল্য বৃদ্ধির পক্ষে মত দেয় নি। কিন্তু শুনানী জনমতকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে একতরফাভাবে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করা হলো।

    বিবৃতিতে তারা অবিলম্বে সরকারকে এই ভুল ও গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে এসে বর্ধিত মূল্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, এই সিদ্ধান্ত কার্যকর করা হলে দেশি-বিদেশি বিনিয়োগ এবং শিল্প ও কৃষিখাতসহ জনজীবন বিপর্যস্ত হবে এবং বেকারত্বের সংখ্যাও বেড়ে যাবে।