বিদেশ থেকে যাতে পচা সার না আসেঃশিল্পমন্ত্রী আমু

    0
    192

    আমারসিলেট24ডটকম,২৭ফেব্রুয়ারীঃ ধর্মকে ব্যবহার করে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তাদের বিভিন্ন রকম উৎস খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাছাড়া সংখ্যালঘুদের ওপর যাতে হামলা না হয় সে ব্যাপারেও আইন-শৃঙ্খলা বাহিনীকে তৎপরতা চালানোর নির্দেশ দেয়া হয়েছে। আদালতে যাওয়ার পথে ছিনতাই হওয়া জঙ্গিদের ধরতে জোরালো পদক্ষেপ ও নেয়া হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রথম সভা শেষে কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের এসব কথা বলেন।
    শিল্পমন্ত্রী আমির হোসেন চোরাচালান প্রসঙ্গে বলেন, আমাদের দেশের ভালো সার মিয়ানমার ও ভারতে চলে যায়। বিদেশ থেকে যাতে পচা সার না আসে তা রোধ করা এবং রোহিঙ্গার অনুপ্রবেশ রোধ করার ব্যাপারে নজর দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মাদক ও এনার্জি ড্রিঙ্কস যাতে বিদেশ থেকে পাচার হয়ে না আসে তার ওপরও জোর দিতে বলা হয়েছে।
    শিল্পমন্ত্রী আমু বলেন, সরকারের কর্মতৎপরতার ফলে দেশে সংবিধান ও গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আবার সরকার গঠিত হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষার জন্য যেভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মতৎপরতা ছিল তা যেন অব্যাহত থাকে সে বিষয়গুলোতে সম্মতি দেয়া হয়েছে। একই সাথে যানজট ও দুর্ঘটনা রোধে সড়কের পাশে যাতে বাজার না বসে, গাড়ি পার্কিং করে রাখা না হয় সে ব্যাপারে মোবাইল কোর্ট পরিচালনারও সিদ্ধান্ত হয়েছে।
    আমির হোসেন আমু ময়মনসিংহের জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা আছে কিনা সে প্রসঙ্গে বলেন, একটি ঘটনা দিয়ে সম্পূর্ণ ঘটনার বিচার করা যায় না। আসামিদের গ্রেফতারের তৎপরতা চালানো হচ্ছে। আশা করি অতি দ্রুত আসামিরা গ্রেফতার হবে।