বিদেশি সহানুভূতি চাচ্ছেন তিনিঃপ্রধানমন্ত্রী

    0
    231

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৪মার্চঃ খালেদা জিয়াকে জঙ্গিনেত্রী আখ্যায়িত করে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “তিনি যেভাবে জঙ্গিবাদী তৎপরতা চালিয়েছেন, তাতে তিনি নিজেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছেন। এ কারণে তিনি কোর্টে যান না। আইন-আদালত মানেন না।”

    বুধবার ‍বিকেলে দশম জাতীয় সংসদের ৫ম অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরপর্বে এক সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
    খালেদা জিয়াকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেছেন, “ওনি কারাগারকেই নিরাপদ জায়গা মনে করেন।

    এ জন্য তিনি আদালতে হাজিরা না দিয়ে ইচ্ছাকৃতভাবে গ্রেফতার হতে চান। তিনি নিজেই চাচ্ছেন, তাকে গ্রেফতার করা হোক। বিদেশি সহানুভূতি চাচ্ছেন তিনি। জনরোষ থেকে বাঁচার জন্য নাজিমউদ্দিন রোডকে বেশি নিরাপদ মনে করছেন।”

    প্রধানমন্ত্রী বলেন, “তিনি (খালেদা) নিজের কার্যালয়ে অবস্থান করে নাটুকেপনা করে জনগণের সিমপ্যাথি (সহানুভূতি) নিতে চাচ্ছেন।”

    আদালতের নির্দেশনা অনুযায়ী খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।