বিদেশি পর্যবেক্ষক না আসলেও নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে নাঃকমিশনার

    0
    211
    আমারসিলেট24ডটকম,২৩ডিসেম্বরঃ আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষক না আসলেও নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি আজ সোমবার সন্ধ্যা ৬টায় নির্বাচন কমিশন সচিবালয়ে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে আলাপকালের তিনি এ মন্তব্য করেন। বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কিনা এমন প্রশ্নের জবাবে কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, আমরা তাদের (বিদেশি পর্যবেক্ষকদের) আসতে দাওয়াত দিয়েছি। তবে তারা তাদের বিবেচনা থেকে নাও আসতে পারেন। আর আমাদের লোকাল পর্যবেক্ষক প্রতিষ্ঠানগুলোতো থাকবে। তাছাড়া আপনারা সাংবাদিকরা দেশবাসীকে জানাবেন। উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়ন ও গত রবিবার কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষণে আসবে না বলে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে।

    উল্লেখ্য,প্রার্থীদের হলফনামার তথ্য প্রকাশ না করতে নির্বাচন কমিশনকে আওয়ামী লীগের অনুরোধ প্রসঙ্গে সিইসি বলেন, হলফনামা প্রকাশে আইন কি বলে সেটা আমরা ভেবে দেখব। পরিবর্তন করতে হবে কি না এটা এখনই বলা যাবে না। তবে বিষয়টি আমরা বিবেচনা করে দেখব। প্রসঙ্গত, এর আগে হলফনামায় আওয়ামী লীগের প্রার্থীদের সম্পদসহ বিস্তারিত তথ্য প্রকাশের পর গণমাধ্যমে এ বিষয়ে খবর প্রকাশিত হয়। পরে আওয়ামী লীগের সাত সদস্যের একটি প্রতিনিধি দল গত রবিবার কমিশনে যান। তারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে তথ্য প্রকাশ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।