বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরকে দুদকের নোটিশ

    0
    233

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৯মেঃ বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরকে সাত কার্যদিবসের মধ্যে তার সম্পদের হিসাব দিতে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    মঙ্গলবার দুপুরে বিশেষ বাহক মারফত বনানীতে মুসার ব্যবসায়িক প্রতিষ্ঠান ড্যাটকোতে এই নোটিশ পাঠানো হয়।

    মুসার পক্ষ থেকে নোটিশটি গ্রহণ করা হয়েছে বলে দুদকের উচ্চ পর্যায়ের একটি সূত্র নিশ্চিত করেছে।

    দুদক সূত্র জানায়, আইন অনুযায়ী নোটিশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে তাকে স্থাবর অস্থাবর সম্পদের হিসাব দুদকে জমা দিতে হবে। অবশ্য এ সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা দিতে ব্যর্থ হলে আরো সাত কার্যদিবস সময় বাড়িয়ে নিতে পারবেন। দুদকের কাছে সম্পদের তথ্য গোপন করলে এবং যথাসময়ে সম্পদ বিবরণী জমা না দিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে দুদকের।

    এর আগে গত ৫ মে কমিশনের দৈনন্দিন সভার সিদ্ধান্ত অনুযায়ী মুসা বিন শমসেরের নামে সম্পদের নোটিশ জারির অনুমোদন দিয়েছেন দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান। অনুমোদনের পর মঙ্গলবার তার ঠিকানায় নোটিশ পাঠায় দুদক।নতুন বার্তা