বিজ্ঞান আন্দোলন মঞ্চের উদ্যোগে চা বাগানে শীত বস্র বিতরণ

    0
    230

    আমারসিলেট24ডটকম,০৫জানুয়ারীঃ  আজ রবিবার বিকাল ৩টায় শ্রীমঙ্গল লাখাই বাগানের ডিগডিগিয়া বস্তিতে শীতার্ত চা শ্রমিকদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।বিজ্ঞান আন্দোলন মঞ্চ এবং বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আজকের কর্ম সূচিতে উপ্সতিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, উদীচীও টিচার্স কালচারাল ক্লাবের সহ-সাধারন সম্পাদক প্রনবেশ চৌধুরী অন্ত,বিজ্ঞান আন্দোলন মঞ্চ এবং বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশনের সংগঠক মোঃ আবুল হাসান, শিক্ষক সজল তরফদার, খোন্দকার জাকির হোসেন,শিক্ষিকা গৌরি দাশ উমা,পান্নাশ্রী,শম্পা দেব নাথ,মেম্বার বন্দলাল কুর্মী,রোকামুদ্দিন, রাখাল গোয়ালা প্রমুখ।

    ফেডারেশনের বালিশিরা ভ্যালী আহ্বায়ক আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও প্রীতম দাশের পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন,চা শ্রমিকরা আমাদের দেশের সবচেয়ে বঞ্চিত জন গোষ্টির একটি অংশ। প্রতিবছর চা-শ্রমিকরা দেশের অর্থনীতিতে একটি উল্লেখ-যোগ্য অবদান  রাখেন,অথচ এরাই অনাহারে অর্ধাহারে দিন কাটান,তেমনি শীত-বরষায় অতিমানবেতর জীবন যাপন করেন তারা ।চা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে আগামী দিনে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তাগণ। সমাবেশ শেষে ১২০ জন শীতার্ত শ্রমিকদের মধ্যে  কম্বল বিতরণ করা হয়।