বিজিবি’র কুরমা চেকপোষ্ট বিশ্রামাগারের উদ্বোধন

    0
    235

    আমারসিলেট24ডটকম,১৭মার্চমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চেকপোষ্ট বিশ্রামাগারের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১১ টায় কুরমা বন বিট এলাকায় ইমিগ্রেশন চেকপোষ্ট বিশ্রামাগারের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন বিজিবি’র শ্রীমঙ্গলস্থ সেক্টর কমান্ডার কর্নেল মো. তারিকুল ইসলাম খান।

    ইসলামপুর ইউপি চেয়ারম্যান মো: সোলেমান মিয়ার আর্থিক সহায়তায় বিজিবি’র উদ্যোগে কুরমা ইমিগ্রেশন চেকপোষ্ট বিশ্রামাগারের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবি ১৪ ব্যাটেলিয়নের অধিনায়ক ল্যাঃ কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, মেজর সাহেদ, ইসলামপুর ইউপি চেয়ারম্যান সোলেমান মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    বিজিবি ১৪ ব্যাটেলিয়নের অধিনায়ক ল্যাঃ কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার বলেন, এখানে খোলা আকাশের নিচে বিজিবি সদস্যরা ইমিগ্রেশন চেকপোষ্টের কার্যক্রম চালাতো। এখন স্থানীয় ইউপি চেয়ারম্যানের আর্থিক সহায়তায় এই বিশ্রামাগারটি তৈরী করা হয়। তিনি আশা প্রকাশ করে বলেন, এখন অন্ততপক্ষে ইমিগ্রেশন চেকপোষ্টে বসে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করতে পারবে।