বিজয়ের ফুল বুকে ধারন করার অঙ্গীকার বৃটেন ওয়েলস প্রবাসীদের

    0
    230

    ১ ডিসেম্বর থেকে ১৬ই ডিসেম্বর ১৫দিন ব্যাপী মহান মুক্তিযুদ্ধের বিজয়ের সমারক- বিজয়ের ফুল বুকে ধারন করার অঙ্গীকার করেছেন বৃটেন ওয়েলস প্রবাসী বাঙ্গালীরা

    আমারসিলেট24ডটকম,০৩ডিসেম্বর,বদরুল মনসুর: “মহান মুক্তিযুদ্ধের বিজয়ের প্রতীক পাচটি সবুজ পাপড়ি মাঝখানে লাল বৃত্ত বিজয়ের ফুল পরুন মুক্তিযোদ্ধাদের স্মরণ করুন” এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবছরও বৃটেনের বিভিন্ন শহরের মত বৃটেনের ওয়েলস প্রবাসী বাঙ্গালীরা গত ৩০শে নভেম্বর রোববার রাত ১২:০১ মিনিটে আনুষ্ঠানিক ভাবে মহান বিজয় এর স্মারক আমাদের ঐতিহ্যের প্রতীক বিজয়ফুল ১লা নভেম্বর থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত বুকে ধারন করার অঙ্গীকার করেছেন।

    ৭১ এর বীর মুক্তিযোদ্ধা প্রবাসী কমিউনিটি লিডার মো: মুস্তাফিজুর রহমান মানিকের সভাপতিত্বে এবং যুবনেতা ফেরদৌস রহমানের পরিচালনায় ওয়েলসের সোয়ানসীতে অনুষ্ঠিত বিজয়ফুল কর্মসূচীর শুভ উদ্বেধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডেইলি সিলেট এর সম্পাদকমন্ডলীর সভাপতি ও দৈনিক মৌলভীবাজার ডটকমের সম্পাদক ওয়েলস বাংলাদেশ কমিউনিটি লিডার ও সাংবাদিক মকিস মনসুর আহমদ।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন কার্ডিফ বাংলাদেশ এসোসিয়েশনের সেক্রেটারী মো: হারুন তালুকদার, সোয়ানসী আ’লীগ সভাপতি মো: রকিব মিয়া, জেনালেল সেক্রেটারী গোলাম আবু সালেহ সুয়েব, জস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইউকে সোয়ানসীর কনভেনার হাবিবুর রহমান মকবুল ও সেক্রেটারী যুবনেতা শামীম আহমদ, বঙ্গবন্ধু পরিষদের ওয়েলসের সভাপতি আলহাজ মো: ছালিক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মো: আব্দুর রহমান মনা, সঙ্গীত শিল্পী মুক্তার মিয়া এম.এ মতিন, সুমন আহমদ, গোলাম আবু শহীদ, বদরুল মনসুর, গোলাম কবির রুমেল, সৈয়দ পারভেজ আহমদ, মনহর আলী, মোজাহিদ আলী, আব্দুল খালিক, সেবুল আলী, নাজমুল হোসেন সুমন ও আব্দুস সালাম প্রমুখ।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে’র কেন্দ্রীয় কনভেনার বিজয়ফুল কর্মসূচী ওয়েলসের অন্যতম সংগঠক কমিউনিটি ব্যক্তিত্ব মকিস মনসুর আহমদ বিজয়ফুল পরার আহ্বান জাপনিয়ে বলেন, বৃটেন প্রবাসী কবি শামীম আজাদ ১৯৯৮ সাল থেকে বিজয়ফুল এর মহতি উদ্যোগের সূচনা করেছিলেন। আজ সমগ্র বিশ্বে প্রবাসী বাঙ্গালীরা অতি উৎসাহ উদ্দীপনার সাথে বিজয়ফুল কর্মসূচী পালন করে আসছে। আজ কাগজের তৈরী এ সহজ অনাড়ম্বর বিজয় ফুলটি বহন করছে, আমাদের ঐতিহাসিক একাত্তরের বিজয়ের স্মৃতি।

    সভাপতির ব্ক্তব্যে ৭১ এর বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিক, প্রধান অতিথি মকিস মনসুর আহমদকে ওয়েলসের মাটিতে বিজয়ফুল কর্মসূচীর প্রথম আয়োজক হিসাবে প্রতিবছর অক্লান্ত পরিশ্রম করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিজয়ের স্মরক বিজয়ফুল আমাদের সবাইকে বুকে ধারন করার অঙ্গীকার করতে হবে এবং নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার দৃপ্ত শপথ নেওয়ার আহ্বান জানান।