বিচারবহির্ভূত হত্যার নামে কিলিং প্র্যাকটিস করছেঃরিজভী

    0
    224

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২০মে,ডেস্ক নিউজঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবী করে বলেন,”বন্দুকযুদ্ধের নামে দেশে মানুষ হত্যার হিড়িক চলছে” তিনি আরও মন্তব্য করে বলেছেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী বিচারবহির্ভূত হত্যার নামে কিলিং প্র্যাকটিস করছে।’

    রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

    রুহুল কবির রিজভী বলেন, ‘সারা দেশে বন্দুকযুদ্ধের নামে মারণযজ্ঞ চলছে। গত তিন দিনে চার জেলায় বিচারবহির্ভূত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে সাতজন। চলতি মাসে যেন পোকামাকড়ের মতো মানুষ হত্যার হিড়িক চলছে।’

    তিনি বলেন, ‘দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বারবার উদ্বেগ জানালেও তাতে সরকারের টনক নড়ছে না।’

    ‘গত কয়েক দিন আগে জাতিসংঘের মানবাধিকার সংস্থা বাংলাদেশের গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। অবিলম্বে তা বন্ধের দাবি জানিয়ে সেসব ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে,’ বলেন তিনি।

    বিএনপির এ নেতা বলেন, ‘সরকারের বিচারবহির্ভূত হত্যার মূল উদ্দেশ্য- দেশকে স্থায়ী দুঃশাসনের বজ্র আঁটুনিতে বেঁধে ফেলা। আর সে জন্য জনগণকে আতঙ্কিত করে রাখা, যাতে আগামীতে একতরফা নির্বাচনের নীল নকশার বিরুদ্ধে মুখ খুলতে সাহসী না হয়।’

    অবিলম্বে বন্দুকযুদ্ধের নামে মানুষ হত্যা বন্ধ ও বর্তমান সরকারের আমলে সংঘটিত সব বিচারবহির্ভূত হত্যার তদন্ত দাবি করেন তিনি।