বিচারক মোজাম্মেল হোসেনের মৃত্যুতে আইনজীবীদের এক দিনের শোক কর্মসূচি ও কর্মবিরতি

    0
    414

    ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেনের মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতি এক দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।
    এই কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার তাঁরা যেকোনো ধরনের বিচারকাজে অংশ নেওয়া থেকে বিরত থাকবেন। আইনজীবীরা আজ কোনো বিচারকাজ পরিচালনা না করার জন্য বিচারকদের প্রতিও অনুরোধ জানান।
    ১২ এপ্রিল ফ্রান্সের একটি হাসপাতালে বিচারক মোজাম্মেল হোসেন ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। গতকাল বুধবার বিকেলে তাঁর মরদেহ ঢাকায় আসে। আজ সকাল সাড়ে নয়টায় মরহুমের মরদেহ ঢাকার মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে নেওয়া হয়। সেখানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
    জানাজায় আইন প্রতিমন্ত্রী, আইন সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, ঢাকায় কর্মরত বিচারক ও আইনজীবীরা অংশ নেন।
    জানাজা শেষে মরদেহ তাঁর গ্রামের বাড়ি ফেনীর উদ্দেশে নিয়ে যাওয়া হবে।