বিকৃত ছবি ফেসবুকে পোস্ট করার অভিযোগে তরুণ গ্রেফতার

    0
    205

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৭মার্চঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘একটি বিকৃত ছবি ফেসবুকে পোস্ট করার অভিযোগে’ নেত্রকোণা থেকে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

    নেত্রকোণা জেলার বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেমুজ্জামান বিবিসি বাংলাকে জানান, আতিক হাসান হানিফ নামে ওই তরুণকে গত রাতে গ্রেফতার করার পর আজ তাকে আদালতে হাজির হয়।

    তিনি জানান, তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    মি. সালেমুজ্জামান বলেন, ফেসবুকে পোস্ট করা আতিক হাসান হানিফের ওই ছবিতে প্রধানমন্ত্রীর মাথার ছবির সাথে ‘অশালীন পোশাক পরা অন্য এক মহিলার দেহের ছবি জুড়ে দেয়া হয়েছে।’

    কারো অভিযোগের ভিত্তিতে এই মামলাটি করা হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে মি. সালেমুজ্জামান বলেন, ছবিটি তাদেরই নজরে এসেছে এবং তারা স্বত:প্রণোদিত হয়েই মামলা করেছেন।

    বাংলাদেশে প্রধানমন্ত্রীর নামে বিরূপ মন্তব্য বা ছবি ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ ওয়েবসাইটে প্রকাশের অভিযোগে এর আগেও একাধিক লোকের বিরুদ্ধে মামলা হয়েছে।