বিএনপি নেতৃত্বাধীন জোট এখন ১৯ থেকে ২০

    0
    221

    আমারসিলেট24ডটকম,০৪জুনঃ দেশের ২য় বৃহত্তম দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটে যোগ দিচ্ছে সাম্যবাদী দল। গতকাল দলটিরভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইদ আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটিপ্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছেন। ওই সময় বিএনপিরভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেখানে উপস্থিত ছিলেন। বৈঠক শেষেসাম্যবাদী দলকে জোটে নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্তের কথা সাংবাদিকদেরনিশ্চিত করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    সাম্যবাদী দলের নেথা সাইদ আহমেদ জানান, বিএনপি নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।
    ২০০১সালের নির্বাচনের আগে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি এবং ইসলামীঐক্যজোট মিলে চারদলীয় ঐক্যজোট গঠন করে। কিন্তু কিছুদিন পরই এরশাদের নেতৃত্বের জাতীয় পার্টি জোট থেকে বের হয়ে যায়। কিন্তু নাজিউর রহমান মঞ্জুর সমর্থকঅংশ বাংলাদেশ জাতীয় পার্টি বিএনপি নেতৃত্বাধীন জোটে থেকে যায়। পরে সরকারবিরোধী আন্দোলনকে আরোবেগবান করতে ২০১২ সালের ১৮ এপ্রিল বিএনপি আরো রাজনৈতিক দল নিয়ে ১৮ দলীয় জোটগঠন করে। গত ৫ জানুয়ারির নির্বাচনের পর আবার কাজী জাফরের নেতৃত্বাধীন জাতীয়পার্টি ১৮ দলীয় জোটে যোগ দেয়। এতে ১৮ দলীয় জোট পরিণত হয় ১৯ দলীয় জোটে। এবার সাম্যবাদী দল ১৯ দলীয় জোটে যোগ দেওয়ায় তা হবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।