বিএনপি-জামাতের বিরুদ্ধে লড়াই অব্যাহতঃযুব মৈত্রী

    0
    302

    আমারসিলেট24ডটকম,২২মার্চঃ বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সভা সংগঠনের সভাপতি মোস্তফা আলমগীর রতনের সভাপতিত্বে শহীদ আসাদ মিলনায়তনে আজ সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান কলিন্সের পরিচালনায় বক্তাগণ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে যুব মৈত্রীকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। বিএনপি-জামাত সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। দেশের বেকার যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে সরকারকে আন্তরিক হওয়ার জন্য সভা আহ্বান জানান। মৌলবাদ ও সাম্রাজ্যবাদ মোকাবেলা করতে আন্দোলন ও সংগঠন গড়ে তোলা সময়ের দাবি। সভা থেকেচাকুরি ক্ষেত্রে পে-অর্ডার প্রথা বাতিল,চাকুরি ক্ষেত্রে চাকুরির পূর্ব শর্ত হিসেবে অভিজ্ঞতা প্রথা বাতিল,প্রকৃত বেকার সংখ্যা নির্ধারণ করতে ডাটা বেজ চাই,বেকার ভাতা সহ বেকার যুবদের সরকারি অনুদানে জীবনবীমা চাই,ইসলামী ব্যাংকের অনুদান মুক্তিযুদ্ধের চেতনার সাথে সম্পৃক্ত কোন কর্মকাণ্ডে ব্যবহার করা যাবে না,দশম শ্রেণীর পাঠ্য বইয়ে রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামের বর্ণনা বাদ দিতে হবে,মাদক দ্রব্য সরবরাহে আইনশৃংখলা বাহিনী সহ সরকারকে আন্তরিক হতে হবে দেশের সকল মাদক দ্রব্যের রুট বন্ধ করতে হবে।

    স্থানীয় পর্যায়ে বিভিন্ন ইস্যুতে যুবদের সাথে নিয়ে তাদের সংগঠিত করে আন্দোলন ও সংগঠন গড়ে তুলতে হবে। কেন্দ্রীয় কমিটির সভায় বক্তব্য রাখেন সহসভাপতি এ্যাড. সালাউদ্দিন মিন্টু, সহসভাপতি মুর্শিদা আখতার ডেইজী, সহসাধারণ সম্পাদক অরুন ঘোষ তরুন মফিজুল হক জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন নাহিদ রাজশাহী বিভাগ, সিলেট বিভাগ হিমাংশু মিত্র, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুল আলম সোহেল, প্রশিক্ষণ সম্পাদক কাজী মাহমুদুল হক সেনা, কেন্দ্রীয় সদস্য শফিকুল ইসলাম মুকুল, তোবারক হোসেন, ভবেশ রায়, বিদ্যুৎ চৌধুরী প্রমুখ।