বিএনপি-ছাত্রলীগ-পুলিশের মধ্যে সংঘর্ষঃমামলা

    0
    309

     ছাতক উপজেলা গোবিন্দগঞ্জ পয়েন্টে বিএনপি, ছাত্রলীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাতক উপজেলা ছাত্রদলের ১০ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় আরও ৪০জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। গত মঙ্গলবার দিনগত গভীর রাতে ছাতক থানার উপ-পরিদর্শন (এসআই) অমৃত কুমার দেব মামলাটি দায়ের করেন। ছাতক থানা র্ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি বিষয়টি নিশ্চিত করেছেন।
    এ দিকে ছাতক  ছাত্রদলের ফয়সল আহমদ  বলেন, মঙ্গলবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজানের নেতৃত্বে গোবিন্দগঞ্জ পয়েন্টে আমরা শান্তি পূর্ণভাবে হরতালের সমর্থনে মিছিল বের হয়। এসময় ছাতক উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা অহেতুক আমাদের কে উদ্যেশে করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে করে আমাদের অনেক নেতাকর্মীরা আহত হন।
    ছাতক থানা (ওসি) শাহজালাল মুন্সি জানান, বিএনপি হরতালের পক্ষে মিছিল ও ছাত্রলীগ হরতালের বিপক্ষে মিছিল বের করার সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ অন্তত ২০ রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে কম পক্ষে ১০জন নেতাকর্মী ও পথচারী আহত হয়। বর্তমানে গোবিন্দগঞ্জে শান্ত রয়েছে। পুলিশ সবসময় টহল দিয়ে যাচ্ছে।