বিএনপির ২নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের

    1
    264

    আমারসিলেট24ডটকম,২০এপ্রিলমার্চ ফর ডেমোক্রেসিকে (গণতন্ত্র অভিযাত্রা) কর্মসূচিকে ঘিরে দেশের রাজধানীতে সহিংসতায় এক শিবির নেতা নিহত হওয়ার মামলায় বিএনপি নেতা আমান উল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রায়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
    রামপুরা থানার এ মামলায় হাই কোর্টের দেয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ রবিবার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান।অসুস্থতার কাগজপত্র উপস্থাপন করায় মির্জা আব্বাসের জামিন হলেও গয়েশ্বর ও আমানকে কারাগারে পাঠিয়েছে আদালত।
    আসামি পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান, এ মামলায় হাই কোর্টের দেয়া জামিনের মেয়াদ শনিবার শেষ হওয়ায় রবিবার আদালতে আত্মসর্পণ করে জামিন চান বিএনপির ওই তিন নেতা।গত বছরের ২৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ‘গণতন্ত্র অভিযাত্রা’ কর্মসূচি চলাকালে  মালিবাগের চৌধুরীপাড়ায় সংঘর্ষে ইসলামী ছাত্র শিবিরের দক্ষিণখান থানার সভাপতি মানছুর প্রধানীয়া নিহত হন।
    এ ঘটনায় বিএনপি নেতাদের আসামি করে রামপুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।