বিএনপির দুইগ্রুপের মধে হাতাহাতি

    0
    204

    আমারসিলেট24ডটকম,১১মে,মোজাম্মেল আলম ভূঁইয়াসুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সভায় বিবাদমান দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে এঘটনায় হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুরে শহরের পৌরসভা মিলনায়তনে। হাতাহাতির ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল এলাকায় পুলিশ মোতায়ন করা হয়। জানাযায়,সুনামগঞ্জ জেলা বিএনপির কমিটি ভেঙ্গে সম্প্রতি আহবায়ক কমিটি করা হয়। এউপলক্ষে কমিটির আহবায়ক নাসির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে গতকাল শনিবার দুপুরে পৌরসভা মিলনায়তনে বর্ধিত সভার আহবান করা হয়। সভায় বিবাদমান তিনগ্রুপের নেতাকর্মীরা উপস্থিত হন। সভা চলাকালে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কলিম উদ্দিন মিলনকে উদ্দেশ্য করে সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি,ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান গ্রুপের নেতাকর্মীরা কুটুক্তি করে। তারা বলেন-অনেক নেতা রয়েছেন যারা টাকার দিয়ে মামলায় নিজের নাম লেখান দলের কেন্দ্রীয় পর্যায় থেকে সহানুভূতি পাওয়ার জন্য। এবক্তব্যের প্রেক্ষিতে কলিম উদ্দিন মিলন গ্রুপের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে উঠে। দুই গ্রুপের নেতাকর্মীরা কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতিতে লিপ্ত হয়। প্রায় আধাঘন্টা ব্যাপী দলের সিনিয়র নেতাকর্মীরা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এঘটনায় কলিম উদ্দিন মিলন তার কর্মী সমর্থক ও দলের নেতাদের নিয়ে সভাস্থল থেকে চলে যায়। এঘটনায় পরিবেশ উত্তপ্ত হয়ে উঠে। পরে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়। পরবর্তীতে বিকাল ৪টায় দলের আহবায়কের অনুরোধে পুনারায় সভায় যোগদান করেন মিলন ও তার সমর্থকরা। এব্যাপারে নাসির উদ্দিন চৌধুরী বলেন-তেমন কিছু হয়নি,নেতাকর্মীদের মধ্যে ভুল বুঝাবুঝি নিয়ে কথা কাটাকাটি হয়েছে।