বিএনপির অনির্দষ্টকালের অবরোধ কর্মসূচি স্থগিত

    0
    206

    আমারসিলেট24ডটকম,১২জানুয়ারীঃ ১০ম জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে বিরোধী দলীয় জোটের ডাকা অনির্দষ্টকালের অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে বলেন, সোমবার সকাল ৬টা থেকে অবরোধ থাকছে না। পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে। তবে রবিবার সকাল ৬টা থেকে সোমবার ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি। তার আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে পবিত্র ঈদে মিলাদুন্নবীর(দঃ) জন্য সোম ও মঙ্গলবারের অবরোধ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।
    উল্লেখ্য, ১০ম সংসদ নির্বাচন ঠেকানোর ঘোষণা দিয়ে ১ জানুয়ারি থেকে টানা অবরোধ ডাকে ১৮ দল। এর মধ্যে ৫ জানুয়ারি ভোটের দিন হরতালও ডাকে তারা। পরে শুক্র ও শনিবারের অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়। বিরোধী দলের বর্জন এবং ঠেকানোর হুমকির মধ্যেই ৫ জানুয়ারি ১০ম সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হয়। নির্বাচনী সহিংসতায় অন্তত ১৫০ জন নিহত হন। নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনের মধ্যেই ভোট হয়ে যায়। আবার এ ভোট বাতিলের দাবিতে অবরোধ অব্যাহত রাখলেও ভোটের পর গত কয়েকদিনে ঢিলেঢালা ভাবে চলছে অবরোধ কর্মসূচি। দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছাড়া জনজীবনের কর্মকাণ্ডও প্রায় স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার থেকে কয়েক রুটে আন্তঃজেলা বাসও চলেছে।