বাহুবলে সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত,আহত-১

    0
    220

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৬অক্টোবর,হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলায় সড়ক দূর্ঘটনায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের এক কাঠকর্মী নিহত এবং অপর মাঠকর্মী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ রোববার দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার আদিত্যপুর নামক স্থানে। নিহত মাঠকর্মীর নাম রাজীব চন্দ্র দেব (৩০)। সে উপজেলার পুটিজুরী ইউনিয়নের মন্ডলকাপন গ্রামের পরেশ চন্দ্র দেব-এর পুত্র।

    এছাড়া লামাতাসী ইউনিয়নের হাজীপুর গ্রামের আনোয়ার আলীর পুত্র ওই প্রকল্পের অপর মাঠকর্মী দুলাল মিয়া (২৭)কে গুরুতর আহতাবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী রাজীব চন্দ্র দেব ও তার সহকার্মী দুলাল মিয়া মোটরসাইকেলযোগে বাহুবল আসার পথে মহাসড়কের আদিত্যপুর ঈদগাহের নিকট পৌঁছামাত্র বিপরিত দিক থেকে আসা এটি ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাজীব চন্দ্র দেব ও দুলাল মিয়া গুরুতর আহত হয়।

    আহতাবস্থায় তাদের বাহুবল হাসপাতালে আনা হলে চিকিৎসক রাজীব চন্দ্র দেবকে মৃত ঘোষণা করেন এবং দুলাল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
    এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল মডেল থানার এসআই মফিদুল হক বলেন, পিকআপ ভ্যান (নং ঢাকা-মেট্রো ট ১৪-১১০০) আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। নিহতের লাশ হাইওয়ে পুলিশ মর্গে প্রেরণ করেছে।