বাহুবলে স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় আটক-৫

    0
    223

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৩ডিসেম্বর,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিদ্যুতের খুঁটির চাপায় রাব্বি আহমেদ (৭) নামের প্রাইমারী স্কুলের এক ছাত্রের মৃত্যুর ঘটনায় ৫ জনকে আটক করেছে থানা পুলিশ।
    নিহত স্কুল ছাত্র উপজেলার লামাতাশি ইউনিয়নের হাজীপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে এবং স্থানীয় হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
    বুধবার (১৩ ডিসেম্বর) ভোররাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
    আটককৃতরা হল আটককৃতরা হল চুনারুঘাট উপজেলার বড়জুম গ্রামের কাজল মিয়ার ছেলে নূর মিয়া (২৩), একই গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে নূর হোসেন (১৮), আব্দুস সালামের ছেলে জাবেদ আলী (১৮), লুলু মিয়ার ছেলে শুকুর আলী (২৮) ও একই উপজেলার কবলাপুর গ্রামের মৃত কাইয়ুম মিয়ার ছেলে জালাল উদ্দিন (২৪)।
    স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে হাজীপুর গ্রামের ফরিদ মিয়ার বাড়িতে পুরাতন বিদ্যুতের খুঁটি পরিবর্তন করার সময় খুঁটিটি মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ার সময় খুঁটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় রাব্বি। পরে স্বজনরা রাব্বিকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক সাইফুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
    বাহুবল মডেল থানার ওসি মাসুক আলী বাহুবল জানান, আটকরা হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শ্রমিক। আটকদের আদালতে সোপর্দ করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি। ৫৪ ধারায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রাতে মামলা দায়ের করা হতে পারে।