বাহুবলে সংঘর্ষে নিহতের ঘটনায় মামলাঃপুরুষ শূণ্য মুগকান্দি

    0
    230

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১৩আগস্ট,নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের বাহুবলে বালি মহাল ও সিরামিক কোম্পানির কাঁচা মালের ব্যবসা নিয়ে মূল দন্ধ হলেও একপর্যায়ে মসজিদের কমিটি গঠন ও ইমাম নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।শনিবার (১২ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে এসআই আব্দুর রহিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

    মামলায় ৭০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আড়াইশ জনকে আসামী করা হয়। এ ঘটনার পর থেকে পুরুষ শূন্য হয়ে পড়েছে পুরো মুগকান্দি গ্রামটি।

    জানা যায়, বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের মুগকান্দি জামে মসজিদের কমিটি গঠন ও ইমাম পরিবর্তনকে কেন্দ্র করে দু’পক্ষের বিরোধ চলছিল। একপক্ষ বর্তমান ইমাম ফরিদ আখঞ্জীর পরিবর্তন চায়। অপরপক্ষ ওই ইমামের পক্ষে অবস্থান নেয়। এ অবস্থায় গত শুক্রবার জুমার নামাজে সাতকাপন ইউপি চেয়ারম্যান মুগকান্দি গ্রামের আবদাল মিয়া আখঞ্জি গ্রুপের সোহেল মিয়ার সঙ্গে একই গ্রামের শফিক মাস্টারের বাকবিতন্ডা হয়।

    এর জেরে বাদ জুমা উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সংঘর্ষে আহত হন অন্তত ৫০ জন। এরই জের ধরে শনিবার (১২ আগস্ট) ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের দুই জন নিহত হয়। সংঘর্ষে আহত হন আরও শতাধিক। নিহতরা হলেন পূর্ব মুগকান্দি গ্রামের লন্ডনি বাড়ির ছাবু মিয়ার ছেলে লন্ডনপ্রবাসী কবির মিয়া এবং আখঞ্জি বাড়ির পক্ষের মৃত মুসলিম মিয়ার ছেলে মতিন মিয়া।

    এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিততি নিয়ন্ত্রনে রাখতে পুলিশ ৭০ জনের নাম উল্লেখ সহ আড়াইশজনকে আসামীকে মামলা দায়ের করেছে। সংঘর্ষের পর থেকে পুরুষ শুন্য হয়ে পড়েছে পুরো গ্রামটি। গ্রামটি ঘুরে দেখা যায় হাড়ি পাতিল গরু ছাগল নিয়ে পুরুষদের পাশাপাশি গ্রাম ছাড়ছে মহিলারাও। উপজেলার মৌরি গ্রাম থেকে আসা বৃদ্ধ ছায়েব আলী জানান, আমার মেয়ের বাড়ী এই গ্রামে (মুগকান্দি) মেয়ের জামাই দেশের বাইরে। মেয়েও আমার বাড়িতে আসে। আমি বেয়াইনের খবর নিয়ে আইয়া দেখি সবাই ঘর তালা দিয়া কৈ জানি চলে গেছে।
    অপর একটি সূত্র জানায়, শুধু ইমাম আর মসজিদের কমিটিই নয় সাদা মাঠির ব্যবসার সাথে রয়েছে তাদের দন্ধ।দীর্ঘদিন যাবৎ প্রশাসনকে ম্যানেজ করে লাল ঠিলা থেকে সাদা মাঠির ব্যবসা করে আসছিল। সম্প্রতি উপজেলা প্রশাসনের নতুন কর্মকর্তা আসায় এ ব্যবসায় ভাটা পড়ে। হিসাব নিকাশ নিয়েই এ দ্বন্ধের সৃস্টি।
    হবিগঞ্জের সিনিয়র পুলিশ সুপার (সার্কেল) রাশেলুর রহমান মামলার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন করতে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে এখনও পুলিশ মোতায়েন রয়েছে। আমাদের অভিযান চলবে।