বাহুবলে বিএনপি ও পুলিশের সংঘর্ষঃআহত-২০

    0
    394

    আমারসিলেট24ডটকম,০৫জানুয়ারী,তফিদুর রহমান তালুকদার তৌফিক হবিগঞ্জের বাহুবলের মিরপুরে বিএনপি-পুলিশ-আ’লীগ সংঘর্ষের ঘটনা ঘঠেছে।সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে বিএনপি একটি মিছিল বের করলে পুলিশ আ’লীগ কর্মীদের সাথে নিয়ে মিছিলে বাধা দেয়। এর পর থেকে শুরু হয় বিএনপি-পুলিশ-আ’লীগ সংঘর্ষ।

    সংঘর্ষে ব্যবসায়ী সহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে

    সংঘর্ষে দোকানপাঠ ভাংচুর করা হয়। ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করেছে পুলিশ। প্রথমদিকে পুলিশ কম থাকায় বিএনপির কর্মীরা পুলিশের উপর অতর্কিত হামলা চালালে পুলিশ দৌড়ে রাস্তার এক পাশে আশ্রয় নেয়।

    পরে মিরপুর বিশ্বরোডের টহল পুলিশ বাহুবল থানা ও কামাইছড়ার পুলিশ এসে যোগ দিলে পুলিশ মিরপুর চৌমুহনীতে অবস্থান নিয়ে কাদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়লে বিএনপির নেতাকর্মীরা চৌমুহনা থেকে পিছু হটে

    পরে বিএনপি জামায়াত শিবিরের কর্মীরা কলেজ রোড ও শাযেস্তাগঞ্জ রোড থেকে পুলিশের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। বিকাল ৫টা পুলিশ সুপার অজয় কুমার ভন্দ্র ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসলে আ’লীগ নেতাকর্মীরা একটি মিছিল বের করে। সন্ধ্যা ৭ টায় রিপোর্ট লেখা পর্যন্ত কি পরিমান কাদানে গ্যাস রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে  তা জানা যায়নি।

    তবে মৌলভীবাজারের মিষ্টি ব্যবসায়ী খালেকুজ্জামান ও মাধবপুরের ব্যবসায়ী গেদু মিয়াকে আটক করেছে পুলিশ।