বাহুবলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাতসহ আহত-৭

    0
    221

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৪অক্টোবর,হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলায় ডাকাত ও পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাত লুৎফুর রহমান (৪০) সহ ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন।বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের ভাটপাড়া গাজিপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহতরা হলেন – ডাকাত লুৎফুর রহমান, এসআই সোহেল মাহমুদ, এসআই অমৃত সাহা,এএসআই আলী হোসেন, কনষ্টেবল তৌফিকুল ইসলাম, হাবিবুর রহমান, নূরুজ্জামান ও জাহাঙ্গীর। পুলিশ ও স্হানীয় সূত্রে পাওয়া,
    ৪ অক্টোবর বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে পুলিশ ডাকাত লুৎফুর রহমান গ্রেপ্তার করতে যায়। তখন  ডাকাত লুৎফুর রহমান সহ তার সহযোগীরা পুলিশের উপর দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা চালায়। পুলিশ ও পাল্টা হামলা চালালে ডাকাত সহ ৭ পুলিশ সদস্য আহত হয়। আহতদের কে বাহুবল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাহুবল মডেল থানার ওসি-(তদন্ত) বিশ্বজিৎ দেব সাংবাদিকদের জানিয়েছেন, ডাকাত লুৎফুর রহমান ওই এলাকার আব্দুস ছালাম ওরফে মংলা ডাকাতের পুত্র। ডাকাত লুৎফুর রহমানের
    বিরুদ্ধে বাহুবল থানায় খুন, ডাকাতি, অস্ত্র আইন, পুলিশ এসল্ট সহ একাধিক মামলার পলাতক আসামি। ডাকাত লুৎফুর রহমান কে
    গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ডাকাত লুৎফুর রহমান গুরুতর আহত হয়। ডাকাত লুৎফুর রহমানের অবস্থা অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।