বাহুবলে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী তারা মিয়া জয়ী

    0
    266

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৫নভেম্বর,নিজস্ব সংবাদদাতাঃ হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে চার প্রার্থীর মধ্যে আলোচিত দুই প্রার্থী চান-তারা। একজন বিএনপি মনোনীত মোঃ চান মিয়া (ধানের শীষ), আরেক জন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ তারা মিয়া (নৌকা)।
    অবশেষে এ নির্বাচনে ১৩১৬৪ ভোট পেয়ে চানকে হারিয়ে জয় পেলেন তারা।
    বিজীয় প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ চান মিয়া (ধানের শীষ) পেয়েছেন ১২৬৯৪ ভোট।
    শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপ-নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার মোঃ নাজিম উদ্দিন।
    এ নির্বাচনে একটি পদের জন্য চারজন প্রার্থী লড়াই করেছেন।
    অন্য দুইজন প্রার্থী হলেন- সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফিরুজ আলী মিয়া (তালা)। যার প্রাপ্ত ভোট ৩৭৬০। সাবেক ইউপি চেয়ারম্যান ডাঃ রজিম আলী (আম)। যার প্রাপ্ত ভোট ১০৭৩।
    এর আগে বিকাল ৪ টায় ভোট গ্রহণ শেষ হলে শুরু হয় গণনার পালা। একটি পদে নির্বাচন হওয়ায় সন্ধ্যার পর পরই চলে আসে মাহিন্দ্রক্ষণ।
    মোট ১ লক্ষ ২৪ হাজার ১২০ ভোটারের মধ্যে মাত্র ৩০ হাজার ৬৯১টি ভোট পড়েছে বাক্সে।
    এদিকে বাহুবল সদর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার আব্দুল আওয়াল তবিলদার সবুজ বলেন, বিগত ৩০ বছর যাবত এ কেন্দ্রের ভোট দিয়েছি। আজকের নির্বাচন একদম বিভিন্ন মনে হল। ভোটার উপস্থিতি একেবারে নেই বললেই চলে।
    দুপুর বারোটায় উপজেলার দাত্তপারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় একই অবস্থা। ভোটার উপস্থিতি কম, আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন।
    উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করছেন জেলা প্রশাসক মনীষ চাকমা, পুলিশ সুপার বিধান ত্রিপুরাসহ প্রশাসনের উবর্ধতন কর্মকর্তাবৃন্দ। তাদের সঙ্গে ছিলেন র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
    সিনিয়র সহকারি পুলিশ সুপার (বাহুবল-নবীগঞ্জ) রাসেলুর রহমান বলেন, নির্বাচনকে সুষ্ট করতে আইনশৃংখলা বাহিনী ছিল সর্বদা তৎপর। পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন।
    বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসিম উদ্দিন বলেন, নির্বাচন সুষ্ট ও সুন্দর হয়েছে। ভোটার উপস্থিতি কম হলেও কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।