বাহুবলে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে

    0
    227

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১৭জুলাই,নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের বাহুবল বাজারের মেইন রোড যানজটমুক্ত করতে রাস্তার পাশে অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।

    সোমবার (১৭ জুলাই) সকাল থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জসিম উদ্দীন।
    গত ৮ জুন প্রশাসন ও পরিবহন মালিক-শ্রমিকদের যৌথ সভায় বাহুবল বাজারকে যানজট মুক্ত করার সিদ্ধান্ত হয়।
    এদিকে আইন-শৃঙ্খলা বাহিনী ও বাহুবল বাজার ব্যবসায়ী কমিটি প্রশাসনের এ উদ্দ্যোগ সফল করতে সর্বাত্মক সহযোহিতার প্রস্তুতি নিয়েছে।
    যৌথ সভার সিদ্ধান্তের আলোকে মেইন রোড থেকে নির্ধারিত স্ট্যান্ডে সিএনজি অটোরিকশা সড়িয়ে নেয়ার শেষ দিন ছিল রবিবার (১৬ জুলাই)। নির্ধারিত সময়ের মধ্যে রশিদপুর, বড়ইউড়ি, নন্দনপুর রোডের সিএনজি অটোরিকশাগুলো বাহুবল মডেল থানার বাউন্ডারী সংলগ্ন স্থানে নির্ধারিত নতুন স্ট্যান্ডে সড়িয়ে নিয়েছে সংশ্লিষ্টরা। রোববারই ঐ স্ট্যান্ডে উল্লেখিত রোডের গাড়ীগুলো সাড়িবদ্ধভাবে পার্কিংরত দেখা গেছে। সেখান থেকেই ধারাবাহিক ভাবে গন্তব্যে গাড়ীগুলো ছেড়ে গেছে। যা পথচারী ও ব্যবসায়ীদের প্রশংসা কুড়িয়েছে।
    এছাড়াও রাজাপুর রোডের গাড়ীগুলো ইসলামাবাদ স্ট্যান্ডে ও গোহারুয়া রোডের গাড়ীগুলো তালুকদার টাওয়ার থেকে গন্তব্যে ছেড়ে যেতে দেখা যাচ্ছে।
    এদিকে সোমবার (১৭ জুলাই) সকাল থেকে সিএনজি অটোরিক্সাগুলি মেইন রোডে পার্কিং করতে দেখা গেছে।
    স্থানীয়রা মনে করছেন তাহলে একদিনের জন্যই কি তারা মেইন রোড থেকে তাদের যান বাহনগুলি সরিয়ে দিয়েছিল।