বাসে অগ্নিসংযোগে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাঃস্বরাষ্ট্রমন্ত্রী

    0
    279

    রাজধানীতে বাসে অগ্নিসংযোগের নাশকতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা-১৮ উপ-নির্বাচনকে কেন্দ্র করে এই সহিংসতা হতে পারে। কিছু টেলিফোন কথোপকথন পাওয়া গেছে, যাতে দেখা যায় যে ফলাফল মেনে নিতে পারেনি বলেই তারা (বিএনপি) এমনটি করেছে।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেখানেই তারা পরাজিত হয়েছে সেখানেই তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। যারা এ অগ্নিসংযোগ করেছিলেন, ভিডিও ফুটেজের মাধ্যমে তাদের চিহ্নিত করে আমরা তাদের আইনের কাছে সোপর্দ করেছি।

    আসাদুজ্জামান খাঁন আরও বলেন, নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে। দেশে আমরা কোন অরাজক পরিস্থিতি হতে দিবনা। বিএনপি’র অভিযোগ অনুযায়ী, সরকারি এজেন্টরা এই ঘটনা ঘটিয়েছেন- এই বক্তব্যের কোনো সত্যতা আছে বলে মনে করেন না স্বরাষ্ট্রমন্ত্রী।

    এদিকে, রাজধানীতে বাস পোড়ানোর ঘটনায় এ পর্যন্ত ১৪টি মামলা ও ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে রিমান্ডে নেয়া হয়েছে ২৮ জনকে।

    মহানগর পু্লিশ জানিয়েছে, বাসে আগুন দেয়ায় দাহ্য পদার্থ ব্যবহৃত হয়েছে। গান পাউডার নাকি পেট্রোল বোমা সেটি রিপোর্ট পেলে পরে জানা যাবে। রাজধানীতে পুলিশি টহল ও চেকপোস্ট বাড়ানো হয়েছে।পার্সটুডে