বাল্যবিয়ে দেয়ার অভিযোগে কাজী ও মেয়ের পিতাকে জরিমানা

    0
    231

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৪জানুয়ারীঃ নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নে বাল্যবিবাহ দেয়ার অভিযোগে নিকাহ রেজিস্টার ও মেয়ের পিতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার (২৪ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা তার কার্যালয়ে নিকাহ রেজিষ্টার রুহুল্লাকে ২০ হাজার এবং মেয়ের পিতা রেজাউল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত ১৫ জানুয়ারি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার গোপালপুর গ্রামের সাহাদৎ মোল্যার ছেলে স্বপন মোল্যার সাথে নড়াইলের লোহাগড়া উপজেলার পার-লংকারচর গ্রামের রেজাউল ইসলামের মেয়ে ইতনা স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী সোহেলী খানমের বিয়ে সম্পন্ন হয়। ঘটনার সত্যতা যাচাই শেষে বিয়ের ৯ দিন পর নিকাহ রেজিস্টার রুহুল্লাকে ২০ হাজার জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড এবং মেয়ের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাতদিনের কারাদন্ডাদেশ প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

    উল্লেখ্য, গত বছর ৬ জানুয়ারি নিকাহ রেজিস্টার রুহুল্লাকে একই অপরাধে ১৫দিনের কারাদন্ডাদেশ দেয়া হয়।